West Bengal Madhyamik Routine 2024 | মাধ্যমিক পরীক্ষার রুটিন 2024

West Bengal Madhyamik Routine 2024 বা মাধ্যমিক পরীক্ষার রুটিন 2024 এখন প্রায় প্রতিটি মাধ্যমিক পরীক্ষার্থীর কাছে জানার বিষয় হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা ইতিমধ্যেই সমাপ্ত হয়ে গিয়েছে। শুধু তাই নয় বিভিন্ন স্কুলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষার ফলাও প্রকাশিত হয়ে গিয়েছে। টেস্ট পরীক্ষায় যারা কৃতকার্য হয়েছে তাদের এখন লক্ষ্য শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষা।

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education) চলতি বছরের মে মাসেই মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশ করেছে। গত ১৯-০৫-২০২৩ তারিখের বিজ্ঞপ্তিতে মধ্যশিক্ষা পর্ষদ রুটিন সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছে। পরীক্ষা কখন শুরু হবে, কখন শেষ হবে, কবে কোন বিষয়ের পরীক্ষা আছে ইত্যাদি বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। সেইসঙ্গে ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রতি MadhyamikExam.Com এর পক্ষ থেকে বিশেষ পরামর্শ তারা যেন আমাদের প্রদেয় প্রতিটি মাধ্যমিক সাজেশন 2024| Madhyamik Suggestion 2024 দেখে যায়। যেমন: মাধ্যমিক ভূগোল সাজেশন 2024 বা Madhyamik Geography Suggestion 2024, মাধ্যমিক বাংলা সাজেশন 2024 বা Madhyamik Bengali Suggestion 2024, মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024 বা Madhyamik History Suggestion 2024 ইত্যাদি।

Table of Contents

West Bengal Madhyamik Routine 2024 | মাধ্যমিক পরীক্ষার রুটিন 2024
পরীক্ষার নামমাধ্যমিক পরীক্ষা 2024
বোর্ডমধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)
পরীক্ষা শুরু2 ফেব্রুয়ারি, 2023
পরীক্ষা শেষ12 ফেব্রুয়ারি, 2023
অফিশিয়াল ওয়েবসাইটwww.wbbse.wb.gov.in

West Bengal Madhyamik Routine 2024 | মাধ্যমিক পরীক্ষার রুটিন 2024: মাধ্যমিক পরীক্ষার শুরুর সময়:

এবছর অর্থাৎ ২০২৪ সালে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে সকাল ৯ টা ৪৫ মিনিটেশেষ হবে দুপুর ১ টার সময়। প্রথম ১৫ মিনিট বরাদ্দ করা হয়েছে, শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার জন্য। প্রথম ১৫ মিনিট বলতে এখানে বোঝানো হয়েছে ৯:৪৫ মিনিট থেকে সকাল ১০ টা পর্যন্ত। বাকি সময়টুকু অর্থাৎ সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সময় বরাদ্দ শুধুমাত্র লেখার জন্য। উত্তরপত্র দেওয়া হবে সকাল ৯ টা ৫৫ মিনিটে। রিপোর্টিং টাইম হল সকাল ৮ টা ৩০ মিনিট।

পরীক্ষায় চলাকালীন প্রতি ১ ঘন্টা অন্তর ঘন্টা ধ্বনি বা বেল পড়ে থাকে। এবং পরীক্ষা শেষ হওয়ার ঠিক ১৫ মিনিট আগেই অর্থাৎ দুপুর ১২:৪৫ মিনিটে ওয়ার্নিং বেল পড়ে থাকে। অনেক সময় আবার দুটো ওয়ার্নিং বেলও পড়ে থাকে। যেমন: দুপুর ১২:৪৫ মিনিটে ও দুপুর ১২:৫৫ মিনিটে।

তারিখবারবিষয়
২ ফেব্রুয়ারি, ২০২৪শুক্রবারপ্রথম ভাষা
৩ ফেব্রুয়ারি, ২০২৪শনিবারদ্বিতীয় ভাষা
৫ ফেব্রুয়ারি, ২০২৪সোমবারইতিহাস
৬ ফেব্রুয়ারি, ২০২৪মঙ্গলবারভূগোল
৮ ফেব্রুয়ারি, ২০২৪বৃহস্পতিবারগণিত
৯ ফেব্রুয়ারি, ২০২৪শুক্রবারজীবন বিজ্ঞান
১০ ফেব্রুয়ারি, ২০২৪শনিবারভৌত বিজ্ঞান
১২ ফেব্রুয়ারি, ২০২৪সোমবারঐচ্ছিক বিষয়গুলি

২ ফেব্রুয়ারি ২০২৪ (শুক্রবার)

সমস্ত প্রথম ভাষার পরীক্ষা হবে। মধ্যশিক্ষা পর্ষদ দ্বারা অনুমোদিত প্রথম ভাষা গুলি হল: Bengali, English, Gujarati, Hindi, Modern Tibetan, Nepali, Odia, Gurumukhi (Punjabi), Telugu, Tamil, Urdu and Santali.

৩ ফেব্রুয়ারি ২০২৪ (শনিবার)

সমস্ত দ্বিতীয় ভাষার পরীক্ষা হবে। এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা সমস্ত পরীক্ষার্থীর জানা দরকার যে, ইংরেজি ভাষা ছাড়া যদি অন্যান্য ভাষাগুলি প্রথম ভাষা হিসেবে গণ্য হয় তবেই ইংরেজি ভাষা দ্বিতীয় ভাষা হিসেবে গণ্য হবে। এছাড়া বাংলা ও ইংরেজি সেই সমস্ত পরীক্ষার্থীদেরই দ্বিতীয় ভাষা হবে যারা প্রথম ভাষা হিসেবে ইংরেজিকে বেছে নিয়েছে।

৫ ফেব্রুয়ারি ২০২৪ (সোমবার)

ইতিহাস ।

৬ ফেব্রুয়ারি ২০২৪ (মঙ্গলবার)

ভূগোল।

৮ ফেব্রুয়ারি ২০২৪ (বৃহস্পতিবার)

গণিত।

৯ ফেব্রুয়ারি ২০২৪ (শুক্রবার)

জীবন বিজ্ঞান।

১০ ফেব্রুয়ারি ২০২৪ (শনিবার)

ভৌত বিজ্ঞান।

১২ ফেব্রুয়ারি ২০২৪ (সোমবার)

সমস্ত ঐচ্ছিক বিষয়গুলির । (Optional Elective Subjects)

শারীর শিক্ষা ও সমাজসেবা বা Physical Education and Social Service এর পরীক্ষাগুলি হবে:

১ মার্চ ২০২৪ (শুক্রবার)
২ মার্চ ২০২৪ (শনিবার)
৪ মার্চ ২০২৪ (সোমবার)
৫ মার্চ ২০২৪ (মঙ্গলবার)
৬ মার্চ ২০২৪ (বুধবার)

Work Education বা কর্মশিক্ষার পরীক্ষাগুলি হবে:

৭ মার্চ ২০২৪ (বৃহস্পতিবার)
৯ মার্চ ২০২৪ (শনিবার)
১১ মার্চ ২০২৪ (সোমবার)
১২ মার্চ ২০২৪ (মঙ্গলবার)
১৩ মার্চ ২০২৪ (বুধবার)

Q. মাধ্যমিক পরীক্ষা কবে থেকে শুর?

Ans: ২ ফেব্রুয়ারি ২০২৪ থেকে।

Q. মাধ্যমিক পরীক্ষা কবে শেষ হবে?

Ans: ১০ ফেব্রুয়ারি মূল বিষয়গুলির পরীক্ষা শেষ। ১২ ফেব্রুয়ারি সমস্ত ঐচ্ছিক বিষয়গুলির পরীক্ষা শেষ।

Q. মোট কত নম্বরের মাধ্যমিক পরীক্ষা হয়ে থাকে?

Ans: প্রতিটি বিষয়ের ৯০ নম্বর করে লিখিত পরীক্ষা হয়। ৭ টি বিষয়ের জন্য ( ৯০×৭) = ৬৩০ নম্বর। প্রতিটি বিষয়ের Project বা প্রকল্পের জন্য থাকে ১০ নম্বর করে। সাতটি বিষয়ের জন্য মোট (৭×১০) = ৭০ নম্বর। সর্বমোট নম্বর হল (৬৩০+৭০) = ৭০০।

Q. মাধ্যমিক পরীক্ষা কখন থেকে শুরু?

Ans: সকাল ৯ টা ৪৫ মিনিট থেকে।

Q. ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে হবে?

Ans: মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার তিন মাসের মধ্যে রেজাল্ট প্রকাশিত হয়। তবে বিগত বেশ কয়েক বছর দেখা গেছে তিন মাসের আগেই ফল প্রকাশিত হয়ে যায়।

Leave a comment