HS Bengali New Syllabus 2024 | উচ্চ মাধ্যমিক বাংলা নতুন সিলেবাস 2024

HS Bengali New Syllabus 2024 সম্পূর্ণ নতুন কলেবরে প্রকাশ করল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। জাতীয় শিক্ষানীতির অনুকরণে উচ্চ মাধ্যমিকের সমগ্র সিলেবাসে আমূল পরিবর্তন এনেছে সংসদ। প্রায় প্রতিটি বিষয়ের সিলেবাসকে ঢেলে সাজানো হয়েছে। সবচেয়ে বেশি পরিবর্তন করা হয়েছে বাংলা ও ইংরেজি বিষয়ের সিলেবাস। তাই ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের উচ্চ মাধ্যমিক বাংলা নতুন সিলেবাস 2024 সম্পর্কে সম্পূর্ণ ধারণা থাকা প্রয়োজন।

সংসদের অফিসিয়াল বিজ্ঞপ্তি ও কিছু কথা

West Bengal Council of Higher Secondary Education বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ গত 14/03/2024 তারিখ বৃহস্পতিবার বিশেষ বিজ্ঞপ্তি জারি করে উচ্চ মাধ্যমিক বাংলা নতুন সিলেবাস 2024 (HS Bengali New Syllabus 2024) নতুন রূপে প্রকাশ করে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নতুন সিলেবাস প্রকাশ করার পরেই সোশ্যাল মিডিয়াতে এই সিলেবাসের বিভিন্ন ভার্সন ঘুরতে থাকে, তাই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পুনরায় নতুন করে বিজ্ঞপ্তি জারি করে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের অবহিত করে যে তাঁরা যেন সংসদের অফিসিয়াল ওয়েবসাইটের লিংক থেকে HS New Syllabus 2024 ডাউনলোড করেন।

MadhyamikExam.Com শিক্ষক-শিক্ষিকা, ছাত্র ছাত্রী ও অভিভাবকদের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া বাংলা সিলেবাস অর্থাৎ HS Bengali New Syllabus 2024 এই প্রতিবেদনে হুবহু তুলে ধরেছে। এছাড়াও উচ্চ মাধ্যমিক বাংলা নতুন সিলেবাস 2024 এর PDF Download লিঙ্কও দিয়ে দিয়েছে।

HS Bengali New Syllabus 2024 কিভাবে ডাউনলোড করবেন?

উচ্চ মাধ্যমিক বাংলা নতুন সিলেবাস ২০২৪ ডাউনলোড করতে গেলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করা যাবে। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হলে সেখান থেকেও সরাসরি ডাউনলোড করে যাবে। HS Bengali New Syllabus 2024 ডাউনলোড লিংক ও আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক নিচে দেওয়া হল।

https://whatsapp.com/channel/0029VaBAOWA7j6gDJYJ6DQ3Z
PARTICULARSDETAILS
TopicHS New Syllabus
SubjectBengali
Year2024
SateWest Bengal
Official Websitewbchse.wb.nic.in
Download LinkDownload PDF
HS Bengali New Syllabus 2024 |

একাদশ শ্রেণীর নতুন বাংলা সিলেবাস তথা HS Bengali New Syllabus 2024 দুটো সেমিস্টারে বিভক্ত, Semester-1 ও Semester-2। Semester-1 এর পরীক্ষা হবে নভেম্বর মাসে ও Semester-2 এর পরীক্ষা হবে মার্চ মাসে। Semester-1 এর পরীক্ষা হবে শুধুমাত্র MCQ প্রশ্নের উপর ভিত্তি করে অন্যদিকে Semester-2 এর পরীক্ষা হবে MCQ ও SAQ প্রশ্নের উপর ভিত্তি করে। কোন পরীক্ষার্থী Semester-1 এ ফেল করলেও Semester-2 তে তার পাশ করার সুযোগ থাকছে। MadhyamikExam.Com ইতিপূর্বেই HS Semester System 2024 বিস্তারিত প্রতিবেদন দিয়েছে, সমস্ত পরীক্ষার্থী অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের কাছে প্রতিবেদনটি পড়ে দেখার অনুরোধ রইলো। এই অনুচ্ছেদের ঠিক ওপরেই আরও পড়ুন অংশে প্রতিবেদনের লিংক দেওয়া আছে।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দ্বারা প্রকাশিত নতুন সিলেবাসে, সিলেবাসের সঙ্গে সঙ্গে প্রতিটি সেমিস্টারের প্রশ্নপত্রের ধরনও (Question Pattern) দেওয়া আছে। হুবহু সেই সিলেবাস ও প্রশ্নপত্রের ধরন তুলে ধরা হল।

COURSE CODE : THEORY, MCQ TYPE QUESTIONS, FULL MARKS: 40, CONTACT HOURS: 90 HOURS

TOPICSCINTACT HOURS MARKS
গল্প1008
প্রবন্ধ0905
কবিতা1207
আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা1205
ভাষা2210
বাংলা শিল্প-সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস2505

বাংলা-ক, একাদশ শ্রেণি, সেমিস্টার- ১, পূর্ণমান-৪০গল্প:- পুঁইমাচা- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। প্রবন্ধ:- বিড়াল- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কবিতা:- ১. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর-মাইকেল মধুসূদন দত্ত ২. সাম্যবাদী- কাজী নজরুল ইসলাম। আন্তর্জাতিক গল্প:- বিশাল ডানাওয়ালা এক থুথুরে বুড়ো- গ্যাব্রিয়াল গারসিয়া মার্কেজ অনুবাদ-মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়)। ভারতীয় কবিতা:- চারণ কবি-ভারভারা রাও (অনুবাদ-শঙ্খ ঘোষ)। ভাষা:- বিশ্বের ভাষা ও ভাষা পরিবার, বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ, ভারতে প্রচলিত ভাষা পরিবার, বাংলা ভাষার বৈচিত্র্য। বাংলা শিল্প-সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস, পর্ব-১: প্রাচীন বাংলা:- সমাজ ও সাহিত্য। পর্ব-২: মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা:- শ্রীকৃষ্ণকীর্তন, বৈষ্ণব পদাবলি, চৈতন্য ও চৈতন্য জীবনী, মঙ্গল কাব্য, অনুবাদ, ইসলামীয় ধারা, শাক্ত পদাবলি।

Semester-1 এ কোন প্রোজেক্ট নেই। একাদশ শ্রেণির জন্য শুধুমাত্র Semester-2 তে প্রোজেক্ট রাখা হয়েছে।

COURSE CODE : THEORY, SAQ AND LAQ TYPE QUESTIONS, FULL MARKS: 40, CONTACT HOURS: 60 HOURS

TOPICSCONTACT HOURS MARKS
গল্প1005
কবিতা0905
নাটক0605
পূর্ণাঙ্গ সহায় গ্রন্থ1210
বাংলা শিল্প-সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস1305
প্রবন্ধ রচনা1010

PROJECT, FULL MARKS : 20, CONTACT HOURS : 30 HOURS

বাংলা-ক, একাদশ শ্রেণি, সেমিস্টার-২, পূর্ণমান-৪০ গল্প:- ১. ছুটি- রবীন্দ্রনাথ ঠাকুর ২. তেলেনাপোতা আবিষ্কার- প্রেমেন্দ্র মিত্র। কবিতা:- ১. ভাব সম্মিলন- বিদ্যাপতি ২. লালন শাহ ফকিরের গান-লালন শাহ ৩. নুন- জয় গোস্বামী। নাটক:- আগুন- বিজন ভট্টাচার্য। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ:- পঞ্চতন্ত্র-সৈয়দ মুজতবা আলি, বই কেনা, আজব শহর কলকাতা, পঁচিশে বৈশাখ, আড্ডা। বাংলা শিল্প-সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস:- পর্ব ৩- আধুনিক বাংলা সাহিত্য:- যুগের আধুনিকতা ও উপনিবেশিক বাংলার সামাজিক ও ধর্মীয় আন্দোলন শিক্ষা সংস্কার গদ্যের উদ্ভব, কবিতা, উপন্যাস ও ছোটগল্প, নাটক, যাত্রা ও নাট্যমঞ্চ, প্রবন্ধ (সত্তর দশক পর্যন্ত)। লৌকিক সাহিত্য:- ছড়া, ধাঁধা, প্রবাদ, কথা।

কবিতায় মহাকাব্য, আখ্যানকাব্য, গীতিকবিতার ধারা- কবিতা:-মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ ও পরবর্তী ধারা। কথাসাহিত্য:- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও পরবর্তী ধারা। নাটক:- মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, বিজন ভট্টাচার্য ও পরবর্তী ধারা। প্রবন্ধ রচনা- রচনা লেখার বিষয়টি এক লাইনে না দিয়ে একটি মানস মানচিত্র এবং তথ্যসম্ভার দেওয়া হবে। পরীক্ষার্থীরা সেই মানচিত্র এবং প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে প্রবন্ধ রচনা করবে এবং শিরোনাম দেবে। একটি বক্তব্যের স্বপক্ষে বা বক্তব্যের বিপক্ষে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। পরীক্ষার্থীরা প্রদত্ত অনুচ্ছেদের স্বপক্ষে/বিপক্ষে তাদের বক্তব্য লিখবে।

একাদশ শ্রেণি, প্রকল্প

  • প্রকল্প-২০ (প্রুফ সংশোধন (০৫) প্রকল্পের অন্তর্ভুক্ত হবে)- প্রুফসংশোধন-একটি অনুচ্ছেদ দেওয়া হবে তার থেকে বিরাম চিহ্ন, সম্পাদনা, অনুচ্ছেদ বিভাজন, বানান, শিরোনাম -এই বিষয়গুলির সম্ভাব্যভুলত্রুটি সংশোধন করতে হবে।
  • সটীক অনুবাদ- মূল ভাষা থেকে অনুবাদ করতে হবে। ১০০০-৩০০০ শব্দের মধ্যে। সময়সীমা-৬ মাস। অনুবাদ করা যাবে-(ক) প্রবন্ধ, (খ) চিঠি, (গ) ঐতিহাসিক নথি, (ঘ) গল্প এবং (ঙ) নাটক। (লেখক এবং লেখা সম্পর্কে টীকাসহ অনুবাদ করতে হবে)
  • সাক্ষাৎকার গ্রহণ:- লোকায়ত আঙ্গিক/ সাহিত্য/ রাজনীতি/ ক্রীড়া/নাচ/গান/কলা ক্ষেত্রের যে কোনো বিখ্যাত ব্যক্তিত্বের (অন্তত জেলাস্তরে পরিচিতি থাকতে হবে) সাক্ষাৎকার নিতে হবে। অন্তত 20 টি প্রশ্ন।
  • প্রতিবেদন রচনা:- ছ’ মাসের দৈনিক সংবাদপত্রের খেলার পাতার কাটিং সংগ্রহ এবং তার ভিত্তিতে নিজের দেশ বা রাজ্যের ক্রীড়াক্ষেত্রে উত্থান পতন বিশ্লেষণ করে প্রতিবেদন লিখতে হবে। নূন্যতম শব্দ সংখ্যা-১০০০।
  • স্বরচিত গল্প লিখন-বিদ্যালয় জীবনের কোনো ঘটনাকে কেন্দ্র করে (মৌলিক) এক বা একাধিক স্বরচিত গল্প লিখতে হবে।

দ্বাদশ শ্রেণীর নতুন বাংলা সিলেবাস তথা HS Bengali New Syllabus 2024 দুটো সেমিস্টারে বিভক্ত, Semester-1 ও Semester-2। Semester-1 এর পরীক্ষা হবে নভেম্বর মাসে ও Semester-2 এর পরীক্ষা হবে মার্চ মাসে। Semester-1 এর পরীক্ষা হবে শুধুমাত্র MCQ প্রশ্নের উপর ভিত্তি করে অন্যদিকে Semester-2 এর পরীক্ষা হবে MCQ ও SAQ প্রশ্নের উপর ভিত্তি করে। কোন পরীক্ষার্থী Semester-1 এ ফেল করলেও Semester-2 তে তার পাশ করার সুযোগ থাকছে।

COURSE CODE : THEORY,. MCQ TYPE QUESTIONS, FULL MARKS: 40, CONTACT HOURS: 90 HOURS

TOPICSCONTACT HOURS MARKS
গল্প1008
প্রবন্ধ0905
কবিতা1207
ভারতীয় গল্প ও আন্তর্জাতিক কবিতা1205
ভাষা1210
বাংলা শিল্প-সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস2505

বাংলা-ক দ্বাদশ শ্রেণি সেমিস্টার- ৩, পূর্ণমান-৪০ গল্প- আদরিনী- প্রভাত কুমার মুখোপাধ্যায়। কবিতা– ১. অন্ধকার লেখাগুচ্ছ-শ্রীজাত ২. দ্বিগ্বিজয়ের রূপকথা- নবনীতা দেবসেন। প্রবন্ধ- বাঙ্গালা ভাষা-স্বামী বিবেকানন্দ। ভারতীয় গল্প- পোটরাজ-শঙ্কর রাও খারাট (অনুবাদ: সুনন্দন চক্রবর্তী)। আন্তর্জাতিক কবিতা- তার সঙ্গে- পাবলো নেরুদা (অনুবাদ: শক্তি চট্টোপাধ্যায়)। ভাষা- ধ্বনিতত্ত্ব: বাগযন্ত্র, ধ্বনি, স্বর ও ব্যঞ্জন, যুক্ত ব্যঞ্জন, ধ্বনি পরিবর্তনের কারণ। শব্দভান্ডার, শব্দার্থতত্ত্ব, শৈলী বিজ্ঞানের গোড়ার কথা। বাংলা শিল্প-সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস পর্ব ৪- বাংলা গানের ইতিহাস-সংক্ষিপ্ত রূপরেখা। পর্ব ৭- বাঙালির বিজ্ঞানচর্চার সংক্ষিপ্ত পরিচিতি। পর্ব ৮- বাঙালির ক্রীড়া সংস্কৃতি।

COURSE CODE : THEORY. SAQ AND LAQ TYPE QUESTIONS, FULL MARKS: 40, CONTACT HOURS: 60 HOURS

TOPICSCONTACT HOURSMARKS
গল্প1005
কবিতা0905
নাটক0605
পূর্ণাঙ্গ সহায় গ্রন্থ1510
বাংলা শিল্প-সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস1005
প্রবন্ধ রচনা1010

PROJECT, FULL MARKS : 20, CONTACT HOURS : 30 HOURS

বাংলা-ক, দ্বাদশ শ্রেণি, সেমিস্টার – ৪, পূর্ণমান- ৪০। গল্প– ১. হলুদ পোঁড়া-মানিক বন্দ্যোপাধ্যায় ২. রং নাম্বার-মহাশ্বেতা দেবী। কবিতা- ১. প্রার্থনা-রবীন্দ্রনাথ ঠাকুর ২. তিমির হননের গান জীবনানন্দ দাশ ৩. কেন এল না- সুভাষ মুখোপাধ্যায়। নাটক: নানা রঙের দিন-অজিতেশ বন্দ্যোপাধ্যায়। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ- ডাকঘর-রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস পর্ব ৫- বাংলা চিত্রকলার ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা। পর্ব ৬- বাঙালির চলচ্চিত্রের ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা। প্রবন্ধ রচনা- কোনো একটি বিষয়ে কোনো একজন লেখকের লেখার একটি অংশ দেওয়া থাকবে। প্রদত্ত অনুচ্ছেদটি হল মূল রচনার প্রস্তাবনা বা ভূমিকা। এই প্রস্তাবনা বা ভূমিকাটিকে অবলম্বন করে পরীক্ষার্থী বিষয়বস্তুর গভীরে প্রবেশ করবে এবং পরিনতি দান করবে। একটি প্রশ্নে কোনো একটি বিষয়ে নানা ধরনের সূত্র ও তথ্য দেওয়া থাকবে। সেগুলিকে ব্যবহার করে পরীক্ষার্থী রচনাটি গড়ে তুলবে।

দ্বাদশ শ্রেণি, প্রকল্প

প্রকল্প-২০(প্রুফ সংশোধন (০৫) প্রকল্পের অন্তর্ভুক্ত হবে)

প্রুফ সংশোধন-একটি অনুচ্ছেদ দেওয়া হবে তার থেকে বিরাম চিহ্ন, সম্পাদনা, অনুচ্ছেদ বিভাজন, বানান, শিরোনাম-এই বিষয়গুলির সম্ভাব্য ভুলত্রুটি সংশোধন করতে হবে।

প্রকল্প (প্রদত্ত প্রকল্প মধ্যে যে কোন একটি)

সমীক্ষা পত্র:

  • ন্যূনতম ৫০টি নমুনার ভিত্তিতে তৈরি করতে হবে।
  • নিজের গ্রাম/পাড়া/অঞ্চলকে কেন্দ্র করে সাধারণ সমাজ ভিত্তিক সমীক্ষা নারী/পুরুষের হার, সাক্ষরতা, ধর্মসম্প্রদায়, খেলাধূলার প্রবণতা (ইন্ডোর, আউটডোর, ফুটবল, ক্রিকেট, হকি) প্রভৃতি। অন্যদিকে, আদিবাসী, জনজাতি, জনগোষ্ঠী ও সম্প্রদায়ভিত্তিক বিবিধ সমীক্ষা।
  • নিজের বিদ্যালয় নিয়েও করা যাবে, আবার অন্যান্য প্রতিবেশী বিদ্যালয়কে অর্ন্তভুক্ত করা যেতে পারে। সমীক্ষার বিষয় হবে বিদ্যালয় সংশ্লিষ্ট কোনো তথ্য উদঘাটন। হতে পারে বিদ্যালয় শিক্ষার্থীদের জাতিগত/সম্প্রদায় নকশা, হতে পারে শিক্ষক-শিক্ষিকাদের বয়স, সারস্বত ক্রিয়াকর্ম, বিদ্যালয়ের ইতিহাস (মৌখিক সাক্ষাৎকার-সমীক্ষা), বিদ্যালয়ের শ্রেণিবিভাজন-শিক্ষার্থীসামর্থ্য প্রভৃতি।

গল্পের নাট্যরূপ:

  • ন্যূনতম শব্দসংখ্যা-২০০০-৪০০০ [কোন প্রথিতযশা লেখক/লেখিকার লেখা থেকে তৈরী করতে হবে]।

গল্পের চিত্রনাট্য:

  • শব্দসংখ্যা ২০০০-৪০০০ [কোন প্রথিতযশা লেখক/লেখিকার লেখা থেকে তৈরী করতে হবে]।

গ্রন্থ সমালোচনা:

  • প্রথিতযশা কবি, গল্পকার, নাট্যকার ও প্রাবন্ধিকের কোনো ১টি পূর্ণাঙ্গ বইয়ের সমালোচনা। ন্যূনতম শব্দসংখ্যাঃ- ১০০০।

নির্বাচিত রচনাকারের সাহিত্য-শৈলী বিচার:

  • বাংলা ‘ক’ভাষার ছাত্র-ছাত্রীরা ইংরাজির পাঠক্রম অন্তর্ভুক্ত কোনও একজন লেখকের গল্প (চারটি) বা কবিতা (ছয়টি) আলোচনা করে রচনার শৈলী বৈশিষ্ট্য ও অভিনবত্ব সম্পর্কে একটি মৌলিক প্রবন্ধ লিখবে।
  • বাংলা ‘খ’ ভাষার ছাত্র-ছাত্রীরা বাংলার পাঠক্রমে অন্তর্ভুক্ত কোনো একজন লেখকের গল্প (চারটি) বা কবিতা (ছয়টি) আলোচনা করে তাঁর শৈলী বৈশিষ্ট্য ও অভিনবত্ব সম্পর্কে একটি মৌলিক প্রবন্ধ লিখবে। (৫০০-১০০০ শব্দ)।

নির্দিষ্ট ঐতিহাসিক কালপর্বে সাহিত্য সংস্কৃতির বিকাশ ও বিবর্তনের তথ্যানুসন্ধান:

  • সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে ঊনবিংশ বা বিংশ শতকের বাংলার কোনও একটি কাল ও পর্বকে কেন্দ্র করে (১) ভাষা (২) খাদ্যাভ্যাস (৩) পোষাক (৪) গৃহনির্মাণ (৫) সংগীত (৬) নাটক (৭) চলচ্চিত্র (৮) চিত্রকলা ও ভাস্কর্য (৯) খেলাধূলা এইসব বিষয়ে যে কোনো একটির বিকাশ, বিবর্তন ও বৈশিষ্ট্যের তথ্যসহ অনুসন্ধান ও আলোচনা।

নির্বাচিত সাহিত্য-সৃষ্ট চরিত্রের জীবনীনির্মাণ:

  • ফেলুদা/ঘনাদা/টেনিদা/শঙ্কু/সদাশিব/ঋজুদা/পাগলা দাশু/গোগোল/কাকাবাবু/কিকিরা/হাঁদা ভোঁদা বা নন্টে-ফন্টে/হর্ষবর্ধন-গোবর্ধন।

নির্বাচিত সাহিত্যিকের সাহিত্য-অবদান সম্পর্কিত প্রকল্প নির্মাণ:

  • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, সুকুমার রায়, অবনীন্দ্রনাথ ঠাকুর, প্রেমেন্দ্র মিত্র, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, লীলা মজুমদার, নারায়ণ গঙ্গোপাধ্যায়, শিবরাম চক্রবর্তী, সত্যজিৎ রায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, হিমানীশ গোস্বামী, নারায়ণ দেবনাথ, শৈলেন ঘোষ। উল্লিখিত লেখকদের মধ্যে থেকে যে কোনো একজনের বাংলা সাহিত্যে অবদান ও সেই অবদান অপরিহার্য প্রতিপন্ন করে প্রকল্প নির্মাণ (ন্যূনতম ২০০০ শব্দ)

Q. HS Bengali New Syllabus 2024 এর Download Link কিভাবে পাবো?

Ans: উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে অথবা আমাদের WhatsApp চ্যানেলে যুক্ত হলে সেখান থেকেও সরাসরি লিংকে ক্লিক করে ডাউনলোড করা যাবে।

Q. উচ্চ মাধ্যমিক বাংলা নতুন সিলেবাস 2024 এর আর কোন পরিবর্তনের সম্ভাবনা আছে কি?

Ans: না আর কোন পরিবর্তনের সম্ভাবনা নেই, তবে যদি কোনদিন পরিবর্তন হয় তাহলে MadhyamikExam.Com দায়িত্ব নিয়ে সেই পরিবর্তনের আপডেট দিয়ে দেবে।

Q. উচ্চ মাধ্যমিক সেমিস্টার সিস্টেমে কারা ক্লাস করতে পারবে?

Ans: ২০২৪ সালে যে সমস্ত পরীক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষা দিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হবে তারা প্রথমবার সেমিস্টার সিস্টেমে ক্লাস করবে।

Q. HS Bengali New Syllabus 2024 এর সঙ্গে সঙ্গে বাকি বিষয়গুলির সিলেবাস কিভাবে জানতে পারবো?

Ans: যেভাবে Bengali New Syllabus 2024 জানতে পেরেছেন ঠিক সেভাবেই বাকি বিষয়গুলোর সিলেবাস জানা যাবে। অর্থাৎ সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে অথবা আমাদের WhatsApp চ্যানেলে যুক্ত হয়ে সমস্ত বিষয়ের সিলেবাস জানতে পারবেন।

Q. HS Bengali New Syllabus 2024 কি বিদ্যালয় থেকে প্রদান করা হবে?

Ans: উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বিদ্যালয় থেকে HS Bengali New Syllabus 2024 এর সঙ্গে সঙ্গে কোন বিষয়েরই সিলেবাস প্রদানের কথা উল্লেখ নেই। তবে সংসদের আঞ্চলিক কার্যালয়গুলির সেলস কাউন্টার থেকে এই সিলেবাসের বই ন্যূনতম অর্থের বিনিময়ে পাওয়া যাবে।

Leave a comment