WBBSE Class 9 Syllabus 2024 | নবম শ্রেণির সিলেবাস ২০২৪

WBBSE Class 9 Syllabus 2024 বা নবম শ্রেণির সিলেবাস ২০২৪ নবম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক একটি বিষয়। অষ্টম শ্রেণি উত্তীর্ণ হয়ে যে সমস্ত ছাত্র-ছাত্রীরা নবম শ্রেণিতে ভর্তি হয়েছো তাদের প্রথমেই WBBSE Class 9 Syllabus 2024 বা নবম শ্রেণির সিলেবাস ২০২৪ জানা অত্যন্ত প্রয়োজন। শিক্ষাবর্ষের শুরুতেই সাতটি বিষয়ের পাঠ্যপুস্তক জোগাড় করার পরেই প্রত্যেকটি বিষয়ের সিলেবাস সম্পর্কে জানা দরকার। কারণ সিলেবাস আমাদের রোডম্যাপ বা দিশা দেখায়। তাই কোন ছাত্র বা ছাত্রী যদি প্রত্যেকটি পাঠ্যপুস্তক সিলেবাস ধরে পড়াশোনা করে তাহলে তার নবম শ্রেণিতে ভালো ফলাফল অবশ্যম্ভাবী। এছাড়াও সিলেবাস ভিত্তিক পড়াশোনা করলে পাঠ্যপুস্তক পড়ার সময় পড়া মনে রাখা অত্যন্ত সহজ হয়ে যায়।

আজকের এই প্রতিবেদনে আমরা নবম শ্রেণির সাতটি বিষয়ের সিলেবাস (WBBSE Class 9 Syllabus 2024) বিস্তারিত আলোচনা করবো। একটি শিক্ষাবর্ষে নবম শ্রেণির সিলেবাসকে মোট তিনটি পর্যায়ে ভাগ করা হয়েছে। যথা:

  • প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন: জানুয়ারি-এপ্রিল
  • দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন: মে-আগস্ট
  • দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন: সেপ্টেম্বর-ডিসেম্বর

এই প্রত্যেকটি পর্যায়ের সিলেবাসকে আলাদা আলাদা করে ব্যাখ্যা করা হল। সিলেবাস জানার আগে ছাত্র-ছাত্রীদের জানা প্রয়োজন নবম শ্রেণিতে প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের লিখিত পরীক্ষা হয় ৪০ নম্বর করে এবং প্রোজেক্ট এর জন্য থাকে ১০ নম্বর করে। অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য লিখিত ৪০ + প্রোজেক্ট ১০ মোট ৫০ নম্বর। আবার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য লিখিত ৪০ + প্রোজেক্ট ১০ মোট ৫০। কিন্তু তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য থাকে লিখিত ৯০ + প্রোজেক্ট ১০ মোট ১০০ নম্বর।

https://whatsapp.com/channel/0029VaBAOWA7j6gDJYJ6DQ3Z

WBBSE Class 9 Syllabus 2024 | নবম শ্রেণির সিলেবাস ২০২৪ একনজরে

PARTICULARSDETAILS
TopicSyllabus
Class9 (IX)
BoardWBBSE
StateWest Bengal
SubjectsAll Subjects
Official Websitewbbse.wb.gov.in

নবম শ্রেণির সিলেবাস ২০২৪ (WBBSE Class 9 Syllabus 2024)

বাংলা: সাহিত্য সঞ্চয়ন (নতুন সংস্করণ)

  • ১ম পর্যায়ক্রমিক মূল্যায়ন: পূর্ণমান (৪০ লিখিত + ১০ অর্ন্তবর্তী প্রস্তুতিকালীন) সময়: ১ ঘণ্টা ৩০ মিনিট। গদ্য: ধীবর বৃত্তান্ত, ইলিয়াস, দাম। পদ্য: কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি, নোঙ্গর। সহায়ক পাঠ: প্রফেসর শঙ্কুর ডায়রি বোমযাত্রীর ডায়েরি। ব্যাকরণ: ধ্বনি: বাংলা ধ্বনির শ্রেণিবিভাগসহ বিস্তারিত আলোচনা। ধ্বনি পরিবর্তনের কারণ ও পরিবর্তনের বিভিন্ন রীতি। শব্দ গঠন: উপসর্গ, অনুসর্গ। ধাতু ও প্রত্যয়। নির্মিতি: ভাবসম্প্রসারণ।
  • ২য় পর্যায়ক্রমিক মূল্যায়ন : পূর্ণমান (৪০ লিখিত + ১০ অর্ন্তবর্তী প্রস্তুতিকালীন) সময়: ১ ঘণ্টা ৩০ মিনিট। গদ্য: নব নব সৃষ্টি, চিঠি, রাধারানি। পদ্য আকাশে সাতটি তারা, আবহমান। সহায়ক পাঠ : প্রফেসর শঙ্কুর ডায়রি : কর্ভাস। ব্যাকরণ : বাংলা শব্দভাণ্ডার, সন্ধি। শব্দ ও পদ, বিশেষ্য-বিশেষণ-সর্বনাম। অব্যয় ক্রিয়া বিস্তারিত আলোচনা। নির্মিতি: ভাবার্থ, সারাংশ।
  • ৩য় পর্যায়ক্রমিক মূল্যায়ন : পূর্ণমান-(৯০ লিখিত ১০ অর্ন্তবর্তী প্রস্তুতিকালীন) সময়: ৩ ঘণ্টা ১৫ মিনিট।) গদ্য: হিমালয় দর্শন, নিরুদ্দেশ, চন্দ্রনাথ। পদ্য ভাঙার গান, আমরা, খেয়া এবং প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিকের সমস্ত রচনা। সহায়ক পাঠ প্রফেসর শঙ্কুর ডায়রি: স্বর্ণপর্ণী, বোমযাত্রীর ডায়েরি, কর্ভাস। ব্যাকরণ: ১ম এবং ২য় পর্যায়ক্রমিক মূল্যায়নের সমগ্র পাঠক্রম। নির্মিতি প্রবন্ধ রচনা: [ আবশ্যিক ১০ নম্বর] (পরিবেশ, বিজ্ঞান ও বৈজ্ঞানিক, ভাষা-সাহিত্য-সংস্কৃতির নানান দিক, সাম্প্রতিক ঘটনাবলি, বিনোদন ও খেলাধূলো, ভ্রমণ) ভাবসম্প্রসারণ, ভাবার্থ, সারাংশ, গল্পলিখন।

English: BLISS (New Edition)

  • 1st Summative Evaluation: (Full Marks-40 Written + Internal Formative 10) Time 1 Hours 30 minutes. [Reading Seen (MCQ, Short Answer type Questions-within 15 words, Long Answer type Questions-within 25 words] Lesson 1: Tales of Bhola Grandpa. Lesson 2: All about a Dog. Lesson 3: Autumn. Lesson 4: A Day in the Zoo. Reading Comprehension (Unseen). Grammar: Use articles and preposition. Transfer the mode of narration from direct speech to indiect speech. Using tense properly in sentences. Transform sentences from active voice to passive voice and vice versa. Change the narration of sentences from direct to indirect speech. Classify adverbs. Indentifying the various types of clauses. Indentify the various types of sentences (simple, complex and compound). Writing: Story writing using given points. Dialogue writing using given points. Short paragraph writing. Write a process using a flow- chart. Write a biography based on given points. Formal letter (letter seeking leave) and informal letter.
  • 2nd Summative Evaluation: (Full Marks-40 Written + Internal Formative 10) Time 1 Hours 30 minutes. [Seen (MCQ, Short Answer type Questions-within 15 words, Long Answer type Questions-within 25 words] Lesson 5: All Summer in a Day. Lesson 6: Mild the Mist upon the Hill. Lesson 7: Tom Losses a Tooth. Lesson 8: His First Flight. Reading Comprehension (Unseen). Grammar :Transform sentences from simple to complex and compound and vice versa. Transform sentences of different types (affirmative, negative, interrogative, exclamatory) without changing their meaning. Use phrasal verbs in sentences. Writing: Formal letter, Newspaper report, Summary writing.
  • 3rd Summative Evaluation: Full Marks-(Written 90+ Internal Formative 10)) Time 3 Hours 15 minutes. [Seen (MCQ, Short Answer type Questions-within 15 words, Long Answer type Questions-within 25 words] Lesson 9: The North Ship. Lesson 10: The Price of Bananas. Lesson 11: A Shipwrecked Sailor. Lesson 12: Hunting snake. Lesson 1-8 are to be included in the Grammar: Transformation of sentences, Phrasal verb, using Third Summative Evaluation. Reading Comprehension (Unseen). appropriate articles and preposition. Transformation of sentences from direct to indirect speech. Transform sentences of different types (affirmative to negative or interrogative etc.) Transforming of different parts of speech in sentences. And all syllabus of 1st & 2nd Summative Evaluation. Writing: Story writing, Letter writing, Newspaper report, Summary writing, Short paragraph writing, Write a process using flow-chart, biography.

গণিত: গণিত প্রকাশ (নতুন সংস্করণ)

১ম পর্যায়ক্রমিক মূল্যায়ন: পূর্ণমান-(৪০ লিখিত প্রস্তুতিকালীন) সময়: ১ ঘণ্টা ৩০ মিনিট। + ১০ অর্ন্তবর্তী অধ্যায়: 1. বাস্তব সংখ্যা। অধ্যায়: 2. সূচকের নিয়মাবলি। অধ্যায়: 3. লেখচিত্র। অধ্যায়: 4. স্থানাঙ্ক জ্যামিতি: দূরত্ব নির্ণয়। অধ্যায়: 5. রৈখিক সহ সমীকরণ (দুই চল বিশিষ্ট)। অধ্যায়: 6. সামান্তরিকের ধর্ম। অধ্যায়: 7. বহুপদী সংখ্যামালা। অধ্যায় ৪. উৎপাদকে বিশ্লেষণ।

২য় পর্যায়ক্রমিক মূল্যায়ন: পূর্ণমান (৪০ লিখিত + ১০ অর্ন্তবর্তী প্রস্তুতিকালীন) সময়: ১ ঘণ্টা ৩০ মিনিট। অধ্যায়: 4. স্থানাঙ্ক জ্যামিতি: দূরত্ব নির্ণয়। অধ্যায়: 5. রৈখিক সহ সমীকরণ (দুই চল বিশিষ্ট)। অধ্যায়: 6. সামান্তরিকের ধর্ম। অধ্যায়: 9. ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য। অধ্যায়: 10. লাভ ও ক্ষতি। অধ্যায়: 11. রাশিবিজ্ঞান। অধ্যায়: 12. ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য। অধ্যায়: 13. সম্পাদ্যঃ ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন যার একটি কোণের পরিমাপ নির্দিষ্ট। অধ্যায়: 14. সম্পাদ্য: চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন। অধ্যায়: 15. ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। অধ্যায়: 16. বৃত্তের পরিধি।

৩য় পর্যায়ক্রমিক মূল্যায়ন: পূর্ণমান-(৯০ লিখিত + ১০ অর্ন্তবর্তী প্রস্তুতিকালীন) সময়: ৩ ঘণ্টা ১৫ মিনিট। অধ্যায়: 17. সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য। অধ্যায়: 18. বৃত্তের ক্ষেত্রফল। অধ্যায়: 19. স্থানাঙ্ক জ্যামিতি: সরলরেখাংশের অন্তর্বিভক্ত ও বহিঃবিভক্ত। অধ্যায়: 20. স্থানাঙ্ক জ্যামিতি: ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল। অধ্যায়: 21. লগারিদ্র্য। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় মূল্যায়নের পাঠ্যসূচীও অন্তর্ভুক্ত হবে।

ভৌত বিজ্ঞান ও পরিবেশ (নতুন সংস্করণ)

  • ১ম পর্যায়ক্রমিক মূল্যায়ন: পূর্ণমান-(৪০ লিখিত + ১০ অর্ন্তবর্তী প্রস্তুতিকালীন) সময়: ১ ঘণ্টা ৩০ মিনিট। প্রথম অধ্যায়: পরিমাপ। দ্বিতীয় অধ্যায় বল ও গতি স্থিতি ও গতি। গতির সমীকরণ। নিউটনের প্রথম গতিসূত্র: বল কারণ এবং ত্বরণ (গতির পরিবর্তন) হলে তার ফল। নিউটনের দ্বিতীয় গতিসূত্র। নিউটনের তৃতীয় গতিসূত্র। বিভিন্ন ধরনের বল। রৈখিক ভরবেগ। রৈখিক ভরবেগের সংরক্ষণ। চতুর্থ অধ্যায় : পদার্থ: পরমাণুর গঠন ও পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ: পরমাণুর গঠন।
  • ২য় পর্যায়ক্রমিক মূল্যায়ন : পূর্ণমান-(৪০ লিখিত + ১০ অর্ন্তবর্তী প্রস্তুতিকালীন) সময়: ১ ঘণ্টা ৩০ মিনিট। তৃতীয় অধ্যায়: পদার্থ: গঠন ও ধর্ম। চতুর্থ অধ্যায়: পরমাণুর গঠন ও পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ: মোলের ধারণা, দ্রবণ। অ্যাসিড ক্ষার ও লবণ। পঞ্চম অধ্যায়: শক্তির ক্রিয়া। কার্য, ক্ষমতা ও শক্তি।
  • ৩য় পর্যায়ক্রমিক মূল্যায়ন: পূর্ণমান-(৯০ লিখিত + ১০ অর্ন্তবর্তী প্রস্তুতিকালীন) সময়: ৩ ঘণ্টা ১৫ মিনিট। চতুর্থ অধ্যায়: পরমাণুর গঠন ও পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ: মিশ্রণের উপাদানের পৃথকীকরণ। জল। ষষ্ঠ অধ্যায় তাপ। সপ্তম অধ্যায়: শব্দ। এছাড়া ১ম এবং ২য় পর্যায়ক্রমিক মূল্যায়নের সমগ্র পাঠক্রম।

জীবন বিজ্ঞান ও পরিবেশ (নতুন সংস্করণ)

  • ১ম পর্যায়ক্রমিক মূল্যায়ন: পূর্ণমান-(৪০ লিখিত + ১০ অর্ন্তবর্তী প্রস্তুতিকালীন) সময়: ১ ঘণ্টা ৩০ মিনিট। প্রথম অধ্যায়: জীবন ও তার বৈচিত্র্য। দ্বিতীয় অধ্যায়: জীবন সংগঠনের স্তর।
  • ২য় পর্যায়ক্রমিক মূল্যায়ন: পূর্ণমান (৪০ লিখিত + ১০ অর্ন্তবর্তী প্রস্তুতিকালীন) সময়: ১ ঘণ্টা ৩০ মিনিট। তৃতীয় অধ্যায়: জৈবনিক প্রক্রিয়া।
  • ৩য় পর্যায়ক্রমিক মূল্যায়ন: পূর্ণমান (৯০ লিখিত + ১০ অর্ন্তবর্তী প্রস্তুতিকালীন) সময়: ৩ ঘণ্টা ১৫ মিনিট। চতুর্থ অধ্যায়: জীববিদ্যা ও মানবকল্যাণ। পঞ্চম অধ্যায়: পরিবেশ ও তার সম্পদ। এছাড়া ১ম এবং ২য় পর্যায়ক্রমিক মূল্যায়নের সমগ্র পাঠক্রম।
https://whatsapp.com/channel/0029VaBAOWA7j6gDJYJ6DQ3Z

ইতিহাস (নতুন সংস্করণ)

  • ১ম পর্যায়ক্রমিক মূল্যায়ন: পূর্ণমান-(৪০ লিখিত + ১০ অর্ন্তবর্তী : প্রস্তুতিকালীন) সময়: ১ ঘণ্টা ৩০ মিনিট। প্রাক্কথন (এই অধ্যায় থেকে পরীক্ষায় কোনো প্রশ্ন হবে না।) প্রথম অধ্যায়: ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। দ্বিতীয় অধ্যায়: বিপ্লবী আদর্শ, নেপোলিয়নের সাম্রাজ্য ও জাতীয়তাবাদ।
  • ২য় পর্যায়ক্রমিক মূল্যায়ন: পূর্ণমান-(৪০ লিখিত + ১০ অর্ন্তবর্তী প্রস্তুতিকালীন) সময়: ১ ঘণ্টা ৩০ মিনিট। তৃতীয় অধ্যায়: উনবিংশ শতকের ইউরোপ: রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত। চতুর্থ অধ্যায়: শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। পঞ্চম অধ্যায়: বিংশ শতকে ইউরোপ।
  • ৩য় পর্যায়ক্রমিক মূল্যায়ন: পূর্ণমান-(৯০ লিখিত + ১০ অর্ন্তবর্তী প্রস্তুতিকালীন) সময়: ৩ ঘণ্টা ১৫ মিনিট। ষষ্ঠ অধ্যায়: দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর। সপ্তম অধ্যায়: জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ। ইউরোপের মানচিত্রে ঐতিহাসিক স্থান চিহ্নিতকরণ (আবশ্যিক ৩ নম্বর)। এছাড়া ১ম ও ২য় পর্যায়ক্রমিক মূল্যায়নের সমগ্র পাঠক্রম।

ভূগোল ও পরিবেশ (নতুন সংস্করণ)

  • ১ম পর্যায়ক্রমিক মূল্যায়ন পূর্ণমান: (৪০ লিখিত ১০ অর্ন্তবর্তী প্রস্তুতিকালীন) সময়: ১ ঘণ্টা ৩০ মিনিট। প্রাকৃতিক ভূগোল: মানচিত্র (ভারতের সম্পদ-আবশ্যিক ৫ নম্বর।) প্রথম অধ্যায়: গ্রহরূপে পৃথিবী। দ্বিতীয় অধ্যায় : পৃথিবীর গতিসমূহ। আঞ্চলিক ভূগোল: সপ্তম অধ্যায় ভারতের সম্পদ।
  • ২য় পর্যায়ক্রমিক মূল্যায়ন: পূর্ণমান-(৪০ লিখিত + ১০ অর্ন্তবর্তী প্রস্তুতিকালীন) সময়: ১ ঘণ্টা ৩০ মিনিট। প্রাকৃতিক ভূগোল : তৃতীয় অধ্যায়: পৃথিবীপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়। চতুর্থ অধ্যায়: ভূ-গাঠনিক প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ। পঞ্চম অধ্যায়: আবহবিকার। আঞ্চলিক ভূগোল: অষ্টম অধ্যায়: পশ্চিমবঙ্গ : অবস্থান ও প্রশাসনিক বিভাগ। প্রাকৃতিক পরিবেশ পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি ও নদনদী। পশ্চিমবঙ্গের জল সম্পদের সংক্ষিপ্ত পরিচয়। নদনদী, খাল, কূপ, ভৌমজলের বহুমুখী ব্যবহার ও অতি ব্যবহারের গুণাগুণ। পশ্চিমবঙ্গের জলবায়ু। পশ্চিমবঙ্গের ঋতু। পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব। মানুষের জীবনে ঋতু পরিবর্তনের প্রভাব। পশ্চিমবঙ্গের মৃত্তিকা ও স্বাভাবিক উদ্ভিদ।
  • ৩য় পর্যায়ক্রমিক মূল্যায়ন: পূর্ণমান (৯০ লিখিত + ১০ অর্ন্তবর্তী প্রস্তুতিকালীন) সময়: ৩ ঘণ্টা ১৫ মিনিট। মানুষ ও পরিবেশ ষষ্ঠ অধ্যায়: দুর্যোগ ও বিপর্যয়। আঞ্চলিক ভূগোল : অষ্টম অধ্যায় পশ্চিমবঙ্গ প্রধান প্রধান অর্থনৈতিক ক্রিয়াকলাপ: পশ্চিমবঙ্গের কৃষিকাজ, প্রধান ফসল (ধান, পাট, চা)। পশ্চিমবঙ্গের শিল্প (লৌহ-ইস্পাত, পাট, তুলো, চা, খাদ্য প্রক্রিয়াকরণ, পর্যটন, তথ্যপ্রযুক্তি)-উন্নতির কারণ, সমস্যা ও সম্ভাবনা। পশ্চিমবঙ্গের ক্ষুদ্রশিল্প ও কুটির শিল্পের সংক্ষিপ্ত পরিচয়। পশ্চিমবঙ্গের প্রধান শহর, বন্দর এবং পর্যটন কেন্দ্রসমূহ। নবম অধ্যায়: মানচিত্র ও স্কেল। এছাড়া ১ম এবং ২য় পর্যায়ক্রমিক মূল্যায়নের সমগ্র পাঠক্রম। পশ্চিমবঙ্গের রেখা মানচিত্রে অবস্থান নির্ণয় (আবশ্যিক পূর্ণমান ১০ নম্বর)।

Q. WBBSE Class 9 Syllabus 2024 PDF Download কিভাবে করবো?

Ans: WBBSE Class 9 Syllabus 2024 এর PDF Download করতে গেলে গেলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে হবে।

Q. West Bengal Class 9 Syllabus 2024 PDF Download Direct Link কিভাবে পাবো?

Ans: আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে Direct Link পাওয়া যাবে।

Q. WBBSE Class 9 Syllabus 2024 Science এর লিঙ্ক কি আলাদা ভাবে পাওয়া যাবে?

Ans: আলাদাভাবে পাওয়া যাবে না। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে নবম শ্রেণির সিলেবাস ২০২৪ একসঙ্গে দেওয়া আছে। সেখান থেকে ডাউনলোড করা যাবে।

Leave a comment