WB Madhyamik Exam Routine 2025 Official | মাধ্যমিক পরীক্ষার রুটিন 2025

WB Madhyamik Exam Routine 2025 | মাধ্যমিক পরীক্ষার রুটিন 2025 অফিসিয়ালি ঘোষণা করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। ২০২৪ সালের মাধ্যমিকের ফল প্রকাশের সময় মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান 2025 সালের মাধ্যমিক পরীক্ষা হবে 14ই ফেব্রুয়ারি। পরবর্তীকালে অবশ্য এই তারিখ পরিবর্তন করা হয় এবং আবার ঘোষণা করেন মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 14 ই ফেব্রুয়ারির বদলে12 ই ফেব্রুয়ারি। একাধিকবার মাধ্যমিক পরীক্ষার শুরুর তারিখ পরিবর্তিত হওয়ায় ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দের মনে ধোঁয়াশা তৈরি হয়। এদিকে পর্ষদও মাধ্যমিক পরীক্ষার সঠিক রুটিন প্রকাশ করতে দীর্ঘ সময় নেয়। অবশেষে মধ্যশিক্ষা পর্ষদ গত 28/06/2024 তারিখ শুক্রবার মাধ্যমিক পরীক্ষার রুটিন 2025 (WB Madhyamik Exam Routine 2025) প্রকাশ করে।

https://whatsapp.com/channel/0029VaBAOWA7j6gDJYJ6DQ3Z

মাধ্যমিকের সিলেবাস

মাধ্যমিকের রুটিন জানার আগে ছাত্রছাত্রীদের মাধ্যমিকের সিলেবাস সম্পর্কে জানা ভীষণ প্রয়োজন। কারণ সিলেবাস আমাদের রোডম্যাপ বা দিশা দেখায়। পাঠ্য পুস্তকের কোন কোন অংশগুলি থেকে মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন আসবে তা এই সিলেবাস থেকেই জানা যায়। তাই সিলেবাস জানা অত্যন্ত জরুরী। মাধ্যমিকের সমস্ত বিষয় সিলেবাস জানতে এখানে ক্লিক করুন: মাধ্যমিক সিলেবাস ২০২৫

WB Madhyamik Exam Routine 2025 একনজরে

PARTICULARSDETAILS
TopicExam Routine
ExamMadhyamik
BoardWBBSE
For Which Year2025
StateWest Bengal
Official Websitewbbse.wb.gov.in
Download LinkGo to WhatsApp Channel

পরীক্ষার প্যাটার্ন বা ধরণ

মাধ্যমিকে যে সাতটি বিষয় আছে (বাংলা, ইংরেজি, গণিত, জীবন-বিজ্ঞান, ভৌত-বিজ্ঞান, ইতিহাস, ভূগোল) প্রতিটি বিষয়ে 100 নম্বর করে মোট 700 নম্বরের পরীক্ষা হয়। এরমধ্যে লিখিত পরীক্ষা হয় প্রতিটি বিষয়ের 90 করে মোট 630 নম্বরের (90×7=630) বাকি 70 নম্বর থাকে প্রোজেক্ট এর জন্য। এখানে সাতটি বিষয়ের 10 নম্বর করে মোট 70 নম্বরের প্রোজেক্ট থাকে। অর্থাৎ মোট নম্বর হল (লিখিত পরীক্ষা 630 + প্রোজেক্ট 70 মোট 700)।

SUBJECTSTHEORYPROJECT
Bengali9010
English9010
Life Science9010
Physical Science9010
Mathematics9010
History9010
Geography9010

পরীক্ষার সময়

2023 সালের আগে থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হতো সকাল 11 টা 45 মিনিটে। 2024 সালে মাধ্যমিক পরীক্ষা শুরুর সময় এগিয়ে এনে করা হয় সকাল 9 টা 45 মিনিট। পরীক্ষা এগিয়ে নিয়ে আসার কারণে ছাত্র-ছাত্রী, অভিভাবক ও পরীক্ষার সঙ্গে যুক্ত অফিসিয়ালদের কিছু অসুবিধা হয়। ফলে শিক্ষক মহল থেকে পর্ষদের সমালোচনা হয়। তাই 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য সময়ের আবার পরিবর্তন করা হয় এবং নতুন সময় হয় সকাল 10 টা 45 মিনিট। সকাল 10 টা 45 মিনিটে পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর 2 টা পর্যন্ত। অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার জন্য মোট সময় বরাদ্দ 3 ঘন্টা 15 মিনিট।

মাধ্যমিকে এমন কিছু বিষয় আছে যেগুলির মোট বরাদ্দকৃত সময় আলাদা আলাদা। যেমন Sewing and Needle Work এর জন্য মোট বরাদ্দকৃত সময় হল 4 ঘন্টা 15 মিনিট, Music Vocal & Music Instrumental এর থিওরি পরীক্ষার জন্য মোট বরাদ্দকৃত সময় হল 2 ঘন্টা 15 মিনিট, Examination on Computer Application এর থিওরি পরীক্ষার জন্য মোট বরাদ্দকৃত সময় হল 2 ঘণ্টা 45 মিনিট। Vocational বিষয়গুলির থিওরি পরীক্ষার জন্য মোট বরাদ্দকৃত সময় হল 1 ঘণ্টা 45 মিনিট।

WB Madhyamik Exam Routine 2025

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) WB Madhyamik Exam Routine 2025 বা মাধ্যমিক পরীক্ষার রুটিন 2025 যেভাবে অফিশিয়ালি ঘোষণা করেছে তা হুবহু তুলে ধরা হল।

  • 10 FEBRUARY, 2025, MONDAY: সমস্ত প্রথম ভাষার (First Language) পরীক্ষা হবে। মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত প্রথম ভাষা গুলি হল Bengali, English, Gujarati, Hindi, Modern Tibetan, Nepali, Odia, Gurumukhi (Punjabi), Telugu, Tamil, Urdu and Santali.
  • 11 FEBRUARY, 2025, TUESDAY: সমস্ত দ্বিতীয় ভাষার পরীক্ষা হবে। মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত দ্বিতীয় ভাষাগুলি হল 1) English, if any language other than English is offered as First Language. 2) Bengali or Nepali, if English is the First Language.
  • 15 FEBRUARY, 2025, SATURDAY: গণিত ( Mathematics)।
  • 17 FEBRUARY, 2025, MONDAY: ইতিহাস (History)।
  • 18 FEBRUARY, 2025, TUESDAY: ভূগোল (Geography)।
  • 19 FEBRUARY, 2025, WEDNESDAY: জীবন বিজ্ঞান (Life Science)।
  • 20 FEBRUARY, 2025, THURSDAY: ভৌত বিজ্ঞান (Physical Science)।
  • 22 FEBRUARY, 2025, SATURDAY: সমস্ত ঐচ্ছিক বিষয় (Optional Elective Subjects)।

মাধ্যমিক পরীক্ষার রুটিন 2025 (WB Madhyamik Exam Routine 2025)

DAYSDATESSUBJECTS
Monday10 February1st Languages
Tuesday11 February2nd Languages
Saturday15 FebruaryMathematics
Monday17 FebruaryHistory
Tuesday18 FebruaryGeography
Wednesday19 FebruaryLife Science
Thursday20 FebruaryPhysical Science
Saturday22 FebruaryOptional Elective Subjects
https://whatsapp.com/channel/0029VaBAOWA7j6gDJYJ6DQ3Z

Q. মাধ্যমিক পরীক্ষা 2025 কবে শুরু হবে?

Ans: 10 ফেব্রুয়ারি 2025, সোমবার থেকে।

Q. মাধ্যমিক পরীক্ষা 2025 কবে শেষ হবে?

Ans: 22 ফেব্রুয়ারি 2025, শনিবার।

Q. WB Madhyamik Exam 2025 কখন শুরু হবে?

Ans: সকাল 10 টা 45 মিনিট থেকে।

Q. WBBSE Madhyamik Exam 2025 কখন শেষ হবে?

Ans: দুপুর 2 টা।

Leave a comment