WB HS Semester System 2024 | উচ্চ মাধ্যমিক সেমিস্টার সিস্টেম ২০২৪

WB HS Semester System 2024 | উচ্চ মাধ্যমিক সেমিস্টার সিস্টেম 2024

WB HS Semester System 2024 বা উচ্চ মাধ্যমিক সেমিস্টার সিস্টেম ২০২৪ আমূল বদলে ফেলল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher Secondary Education)। গত ১৪ই মার্চ ২০২৪ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মাননীয় চিরঞ্জীব ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন করে একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য তথা উচ্চমাধ্যমিকের সিলেবাস আমূল বদলে ফেলার বিস্তারিত বর্ণনা দেন। অবশ্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি সাংবাদিক সম্মেলন করার কিছুক্ষণ পরেই সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে সেমিস্টার পদ্ধতির (WB HS Semester System 2024) খুঁটিনাটি বিষয় বিজ্ঞপ্তির মাধ্যমে তুলে ধরা হয়।

এর আগে উচ্চমাধ্যমিকের সিলেবাস পরিবর্তিত হয়েছিল ২০১৩ সালে। দীর্ঘ দশ বছর পর নতুন করে উচ্চ মাধ্যমিকের তথা একাদশ ও দ্বাদশ শ্রেণির সিলেবাস পরিবর্তন করা হল। এই নতুন সিলেবাসে একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য সেমিস্টার পদ্ধতি চালু করা হয়েছে (WB HS Semester System 2024)। জাতীয় শিক্ষানীতির কথা মাথায় রেখেই একাদশ ও দ্বাদশ শ্রেণির পাঠক্রমকে (Syllabus) চারটে সেমিস্টারে ভাগ করার কথা ঘোষণা করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)।

PARTICULARSDETAILS
TooicSemester System
ClassXI & XII
Released Date14 March, 2024
PDF Download LinkDownload Now
Official Websitewbchse.wb.gov.in

কারা এই সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দেবে?

২০২৪ সালে যারা মাধ্যমিক পরীক্ষা পাস করে একাদশ শ্রেণিতে ভর্তি হবে তারা এই সেমিস্টার পদ্ধতিতে একাদশ শ্রেণির ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দেবে।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের দায়িত্বভার গ্রহণ করার পরেই সংসদের মাননীয় সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জাতীয় শিক্ষানীতিকে অনুসরণ করে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পাঠক্রমকে চারটে সেমিস্টারের ভাগ করার কথা মাথায় আনেন। সেই পরিকল্পনা অনুযায়ী একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয় এবং বিশেষজ্ঞ কমিটির পরামর্শক্রমেই এই নতুন পাঠক্রম ও সেমিস্টার সিস্টেমের (WB HS Semester System 2024) অবতারণা করা হয়।

https://whatsapp.com/channel/0029VaBAOWA7j6gDJYJ6DQ3Z

কোশ্চেন প্যাটার্ন, সিলেবাস ও নম্বর বিভাজন সম্পর্কিত কিছু কথা।

WB HS Semester System 2024 এর যে বিজ্ঞপ্তি উচ্চ মাধ্যমিক প্রকাশ করেছে সেখানে উচ্চ মাধ্যমিকের প্রতিটি বিষয়ের সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন বা প্রশ্নপত্রের ধরন পুঙ্খানুপুঙ্খ তুলে ধরা হয়েছে। MadhyamikExam.Com একাদশ ও দ্বাদশ শ্রেণির প্রতিটি বিষয়ের সিলেবাস ও কোয়েশ্চেন প্যাটার্ন তুলে ধরেছে। সেইসঙ্গে একাদশ ও দ্বাদশ শ্রেণির সমগ্র সিলেবাস,কোশ্চেন প্যাটার্ন ও নম্বর বিভাজনের পিডিএফ ডাউনলোড লিঙ্ক এই প্রতিবেদনেই দিয়ে দিয়েছে। শিক্ষার্থীরা সরাসরি সেই লিংকে ক্লিক করে পিডিএফ ডাউনলোড করে নিতে পারো অথবা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে পিডিএফ ফাইলটি অতি সহজেই ডাউনলোড করে নিতে পারবে।

নতুন নিয়মে কি রয়েছে?

  • উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নতুন যে সেমিস্টার সিস্টেম (WB HS Semester System 2024) বা সিলেবাস সম্পর্কিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখানে বেশ কিছু নিয়মের পরিবর্তন করা হয়েছে। শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীদের সুবিধার্থে নতুন সেমিস্টার পদ্ধতিতে কি কি বিষয়ের পরিবর্তন করা হয়েছে বা নতুন নিয়মে কি রয়েছে সেগুলি বিস্তারিত তথ্য তুলে ধরেছে MadhyamikExam.Com
  • একাদশ ও দ্বাদশ শ্রেণি মিলিয়ে মোট দুটি সেমিস্টার হবে। স্কুল কর্তৃপক্ষ একাদশ শ্রেণির দুটি সেমিস্টারের পরীক্ষা নেবে ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ দ্বাদশ শ্রেণির দুটি সেমিস্টারের পরীক্ষা নেবে। তবে উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন শুধুমাত্র দ্বাদশ শ্রেণির দুটি সেমিস্টার থেকেই হবে, একাদশ শ্রেণির সেমিস্টারের নম্বর এক্ষেত্রে গ্রাহ্য হবে না।
  • একাদশ শ্রেণির সেমিস্টারকে প্রথম ও দ্বিতীয় সেমিস্টার বলা হবে এবং দ্বাদশ শ্রেণির সেমিস্টারকে তৃতীয় ও চতুর্থ সেমিস্টার বলা হবে। ছাত্র-ছাত্রীরা একাদশ শ্রেণি উত্তীর্ণ হয়ে দ্বাদশ শ্রেণিতে ভর্তি হলেই তাদেরকে তৃতীয় ও চতুর্থ সেমিস্টারের জন্য অ্যাডমিট কার্ড দিয়ে দেয়া হবে। সেই অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষার্থীরা অন্য স্কুলে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে যাবে।
  • WB HS Semester System 2024 এর নতুন নিয়মে বলা হয়েছে প্রথম ও তৃতীয় সেমিস্টার (একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার ও দ্বাদশ শ্রেণির প্রথম সেমিস্টার) হবে সেপ্টেম্বর মাসে। এবং দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টার (একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার ও দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টার) হবে মার্চ মাসে।
  • যে সমস্ত পরীক্ষার্থীরা এবছর অর্থাৎ ২০২৪ সালে মাধ্যমিক পরীক্ষা দিয়ে একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছে তাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা হবে অক্টোবর মাসে (২০২৪), দ্বিতীয় সেমিস্টার হবে মার্চ মাসে (২০২৫ )। একাদশ শ্রেণি উত্তীর্ণ হয়ে দ্বাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার পর তাদের আবার তৃতীয় সেমিস্টারের পরীক্ষা হবে নভেম্বর মাসে (২০২৫) ও চতুর্থ সেমিস্টারের পরীক্ষা হবে মার্চ মাসে (২০২৬)।

পরীক্ষা কিভাবে হবে?

  • প্রথম সেমিস্টারের পরীক্ষা শুধুমাত্র MCQ প্রশ্নের ওপর ভিত্তি করেই হবে।
  • দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা SAQ ও বর্ণনামূলক প্রশ্নের উপর ভিত্তি করে হবে।
  • প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা সম্পূর্ণ বিদ্যালয় দ্বারা পরিচালিত হবে। প্রশ্নপত্র তৈরি করা, পরীক্ষার পর খাতা দেখা ইত্যাদি বিষয়গুলো সংশ্লিষ্ট শিক্ষকেরাই করবেন।
  • তৃতীয় সেমিস্টারের পরীক্ষা শুধুমাত্র MCQ প্রশ্নের উপর ভিত্তি করে হবে।
  • চতুর্থ সেমিস্টারের পরীক্ষা MCQ ও বর্ণনামূলক প্রশ্নের উপর ভিত্তি করে হবে।
  • তৃতীয় ও চতুর্থ সেমিস্টারের পরীক্ষা সম্পূর্ণ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দ্বারা পরিচালিত হবে। প্রশ্নপত্র, মূল্যায়ন ও পরীক্ষা সংক্রান্ত আনুষঙ্গিক ব্যবস্থাপনা সম্পূর্ণ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দ্বারাই পরিচালিত হবে। এক্ষেত্রে বিদ্যালয় কর্তৃপক্ষের কোন ভূমিকা থাকবে না।
  • একাদশ ও দ্বাদশ এই দুটি শ্রেণীতেই ১০০ নম্বর করে পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের। লিখিত পরীক্ষা এবং প্রোজেক্ট বা প্র্যাকটিক্যাল মিলিয়েই হবে এই ১০০ নম্বরের পরীক্ষা। যে সমস্ত পরীক্ষার্থীদের ল্যাবরেটরি ভিত্তিক বিষয় আছে তাদের ৩০ নম্বরের হবে প্রাকটিক্যাল পরীক্ষা ও ৭০ নম্বরের হবে লিখিত পরীক্ষা। আর যাদের ল্যাবরেটরি থেকে বিষয় নেই তাদের ২০ নম্বর বরাদ্দ থাকছে প্রোজেক্ট এর জন্য বাকি ৮০ নম্বরের হবে লিখিত পরীক্ষা।
  • বিষয়টি একটি উদাহরণের সাহায্যে বুঝে নেয়া যাক। ধরা যাক একজন পড়ুয়া মাধ্যমিক ২০২৪ পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে তাকে ল্যাবরেটরী ভিত্তিক বিষয়গুলিতে ৭০ নম্বরে লিখিত পরীক্ষা দিতে হবে। তবে এই ৭০ নম্বরে লিখিত পরীক্ষা হবে দুটি সেমিস্টার মিলিয়ে অর্থাৎ প্রথম ও দ্বিতীয় সেমিস্টার মিলিয়ে। প্রথম সেমিস্টারের জন্য ৩৫ নম্বরের পরীক্ষা এবং দ্বিতীয় সেমিস্টারের জন্য ৩৫ নম্বর পরীক্ষা দিতে হবে। ঐ পরীক্ষার্থীকে আবার ব্যবহারিক বা প্রাকটিক্যাল বিষয়ের জন্য ৩০ নম্বরের পরীক্ষা দিতে হবে। তবে এই পরীক্ষা হবে দুটি সেমিস্টার মিলিয়ে। প্রথম সেমিস্টারের জন্য ১৫ নম্বরের পরীক্ষা ও দ্বিতীয় সেমিস্টারের জন্য ১৫ নম্বরের পরীক্ষা।
  • ঐ পরীক্ষার্থী একাদশ শ্রেণির উত্তীর্ণ হয়ে দ্বাদশ শ্রেণীতে ভর্তি হলে একাদশ শ্রেণির নিয়মই প্রাকটিক্যাল ও লিখিত পরীক্ষা হবে। এক্ষেত্রে প্রশ্নপত্র ও মূল্যায়ন পদ্ধতি সম্পূর্ণ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দ্বারা পরিচালিত হবে।
  • প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সেমিস্টারের সময়সীমা হবে দেড় ঘন্টার এবং চতুর্থ সেমিস্টারের সময়সীমা হবে দু’ঘণ্টার।
  • কোন পড়ুয়া বা পরীক্ষার্থী যদি প্রথম সেমিস্টারের শূন্য পায় বা ফেল করে তাহলে পরের সেমিস্টারে তার পাশের সুযোগ থাকছে অর্থাৎ পরের সেমিস্টারে তাকে অধিক নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে হবে। একাদশ ও দ্বাদশ দুই শ্রেণির জন্যই এই নিয়ম প্রযোজ্য। কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ স্পষ্টভাবেই জানিয়েছে যে কোন পড়ুয়া লিখিত পরীক্ষায় পাস করলেও প্রোজেক্ট বা প্র্যাক্টিক্যালে যদি ফেল করে তাহলে সেই পড়ুয়াকে অনুত্তীর্ণ বা ফেল হিসাবেই গণ্য করা হবে।

Q. উচ্চমাধ্যমিকে সেমিস্টার সিস্টেম কবে থেকে শুরু হবে?

Ans: ২০২৪ সাল থেকেই শুরু হবে।

Q. পশ্চিমবঙ্গের কোন ছাত্র ছাত্রীরা উচ্চ মাধ্যমিক সেমিস্টার সিস্টেমের আওতায় আসবে?

Ans: ২০২৪ সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারা যখন একাদশ শ্রেণীতে ভর্তি হবে তখন তারা উচ্চ মাধ্যমিক সেমিস্টার সিস্টেম ২০২৪ এর আওতায় প্রথমবার আসবে। তারা একাদশ শ্রেণীতে সেমিস্টার ১ ও সেমিস্টার ২ দেবে। তারা যখন আবার দ্বাদশ শ্রেণীতে উঠবে সেখানে তারা সেমিস্টার ৩ ও সেমিস্টার ৪ দেবে।

WB HS Semester System 2024 চালু হওয়ার পর পুরনো নিয়মের কোন অস্তিত্ব থাকবে কি?

Ans: না পুরনো নিয়মের আর কোনও অস্তিত্ব থাকবে না। একবার নতুন নিয়ম চালু হওয়ার পর নতুন নিয়মেই (HS New Semester System 2024) উচ্চ মাধ্যমিক হতে থাকবে। যতদিন না পর্যন্ত পুনরায় নতুন নিয়ম চালু করা হয়।

Q. উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস কিভাবে ডাউনলোড করবো?

Ans: উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে উচ্চ মাধ্যমিক নতুন সিলেবাস ২০২৪ ডাউনলোড করা যাবে। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হলে সেখানে সিলেবাসের পিডিএফ ফাইল ডাউনলোড করার লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেও সরাসরি ডাউনলোড করে যাবে।

WB HS Semester System 2024 Video Link

Leave a comment