WB HS New Subject Combination 2024 সেই সমস্ত ছাত্র-ছাত্রীদের কাছে গুরুত্বপূর্ণ যারা ২০২৪ সালে মাধ্যমিক পাস করে উচ্চমাধ্যমিকে তথা একাদশ শ্রেণীতে ভর্তি হতে চলেছে। উচ্চমাধ্যমিকে ভর্তি হতে গেলে প্রথমে যেটি জানা দরকার সেটি হল HS Subject Combination। আমরা জানি যে উচ্চ মাধ্যমিকে মোট তিনটি বিভাগ আছে। যথা:
- ১) কলা বিভাগ (Arts Department)
- ২) বিজ্ঞান বিভাগ (Science Department)
- ৩) বাণিজ্য বিভাগ (Commarce Department)
এই তিনটি বিভাগের সাবজেক্ট কম্বিনেশন আলাদা আলাদা হয়। মাধ্যমিক পাস করার পর কোন ছাত্র বা ছাত্রী তার পছন্দের বিভাগ বেছে নিতে পারে। এই বেছে নেওয়া বিভাগ (Stream) থেকেই তাকে বিভিন্ন সাবজেক্ট পছন্দ করতে হয়। সে সাবজেক্ট পছন্দ করলেও একটি নির্দিষ্ট গাইডলাইন বা নির্দেশিকা আছে। আজকের এই প্রতিবেদনে আমরা এই সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেছি যা একজন ছাত্র ও ছাত্রীকে যাতে WB New Subject Combination 2024 নিয়ে কোন সমস্যায় পড়তে না হয়। এককথায় আজকের এই প্রতিবেদন একজন ছাত্র ও ছাত্রীকে উচ্চমাধ্যমিকে তথা একাদশ শ্রেণীতে ভর্তির সময় সাবজেক্ট বেছে নেওয়ার ক্ষেত্রে সর্বতোভাবে সাহায্য করবে বলে আশা রাখি।
মাধ্যমিক ২০২৪ নিয়ে কিছু কথা:
২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ রা ফেব্রুয়ারি এবং শেষ হয়েছিল ১২ ই ফেব্রুয়ারি। ৮০ দিনের মাথায় এই পরীক্ষার ফল প্রকাশিত হয়। ফল প্রকাশিত হয় ২ মে, ২০২৪ বৃহস্পতিবার। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করেন। ঐ দিন তিনি জানান এবছর মাধ্যমিক পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছিল ৯,২৩,৬৩৬ জন ছাত্র ছাত্রী। এর মধ্যে পরীক্ষা দিয়েছিল ৮,৭৬,৬৭৮ জন ছাত্র-ছাত্রী। এর মধ্যে ছাত্রদের রেজিস্ট্রেশন এর সংখ্যা ৩,৯৬,৪৭৬। পরীক্ষায় বসেছিল ৩,৯৪,৭০৫ জন। এদের মধ্যে উত্তীর্ণের সংখ্যা ৩,৫২,১৩৯। পাশের হার ৮৯.২১ শতাংশ।
ছাত্রীদের নাম নথিভুক্তের সংখ্যা ৪,৮০,২০২। পরীক্ষা দিয়েছিল ৪,৭৭,১৩৪ জন। এদের মধ্যে উত্তীর্ণের সংখ্যা ৪,০০,৩৫২ জন। পাশের হার ৮৩.৯০ শতাংশ। এ বছরের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীর মোট সংখ্যা হল ৭,৬৫,২৫২ জন। মেধা তালিকার প্রথম দশে রয়েছে ৫৭ জন পরীক্ষার্থী। পরীক্ষায় প্রথম হয়েছে কোচবিহার জেলার রাম ভোলা হাইস্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন। তার প্রাপ্ত নম্বর হল ৬৯৩।
Table of Contents
WB HS New Subject Combination 2024 Overview
Topic | Subject Combination |
Class | XI (HS) |
Year/Session | 2024-25 |
Board/Council | WBCHSE |
Official Website | wbchse.wb.nic.in |
PDF Download Link | Download PDF |
Read More:
WB HS New Subject Combination 2024 in Detail:
আমরা জানি যে উচ্চ মাধ্যমিক স্তরে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই চালু হয়ে গেছে সেমিস্টার পদ্ধতি। সেই সঙ্গে জাতীয় শিক্ষানীতির অনুসরণে চালু হয়েছে বেশ কয়েকটি নতুন বিষয়। যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence এর মতো বিষয়। সেই সঙ্গে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃত্তিমূলক শাখায় যুক্ত হয়েছে কিছু নতুন বিষয়। এই মর্মে আগেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। মাধ্যমিকের ফল প্রকাশের দিনে অর্থাৎ ২ রে মে ২০২৪ আরও চারটি বিজ্ঞপ্তি প্রকাশ করে সংসদ। বিজ্ঞপ্তিতে জানানো হয় উচ্চ মাধ্যমিক স্তরে একজন ছাত্র ও ছাত্রীকে বিষয় নির্বাচন করার জন্য মাধ্যমিকের বিভিন্ন বিষয়ে কত নম্বর পেতে হবে।
যদিও শিক্ষক মহলে WB HS New Subject Combination 2024 নিয়ে বিস্তর বিতর্ক দেখা দেয়। কারণ বিভিন্ন স্কুল সংসদের নোটিফিকেশনের পূর্বেই একাদশ শ্রেণীতে ভর্তির যে ন্যূনতম মাপকাঠি সেটি একাদশ শ্রেণীতে ভর্তির ফর্ম আকারে ছাপিয়ে ফেলে। ফলে পুনরায় তাঁদেরকে আবার সেই ফর্ম নতুন করে ছাপাতে হয়, ফলে একটা সমস্যা দেখা দেয়। যাইহোক একাদশ শ্রেণীতে ভর্তির জন্য মাধ্যমিকের বিভিন্ন বিষয়ে কত নম্বর পেতে হবে তার তালিকা নিচে দেওয়া হল।
SUBJECTS | MINIMUM PERCENTAGE OF MARKS REQUIRED |
Mathematics | 35% in Mathematics |
Statistics | 35% in Mathematics |
Physical Science | 35% in Life Science |
Physics | 35% in Physical Science |
Chemistry | 35% in Physical Science |
Geography | 35% in Geography |
Computer Science | 35% in Mathematics |
Artificial Intelligence | 35% in Mathematics |
Data Science | 35% in Mathematics |
Cyber Security | 35% in Mathematics |
Accountancy | 35% in Mathematics |
Costing & Taxation | 35% in Mathematics |
এবার আসা যাক WB HS New Subject Combination 2024 এর মূল বিষয়ে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ গত ১৮ এপ্রিল ২০২৪ তারিখ বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করে WB HS New Subject Combination 2024 এর বিষয়ে বেশ কিছু গাইডলাইন প্রকাশ করে। যেমন: দুটো Language Group থেকে একটি করে মোট দুটি Language Subject বেছে নেওয়া যাবে। এখানে Language Group বলতে বোঝানো হয়েছে প্রথম ভাষা ও দ্বিতীয় ভাষা। নিচে Language Group বা প্রথম ভাষা ও দ্বিতীয় ভাষার তালিকা দেওয়া হল।
LANGUAGE GROUP
FIRST LANGUAGE | SECOND LANGUAGE |
English-A (ENGA) | Bengali-B (BNGB) or Hindi-B (HINB) or Alternative English (ALTE) or Nepali-B (NEPB) |
Bengali-A (BNGA) or Hindi-A (HINA) or Nepali-A (NEPA) or Urdu (URDU) or Santhali (SANT) or Odia (ODIA) or Telugu (TELG) or Punjabi (PNJB) | English-B (ENGB) |
এর পরেই বিজ্ঞপ্তিতে Elective Subjects বেছে নেওয়ার ব্যাপারে বলা হয়। সংসদ বিজ্ঞপ্তিতে Elective Subjects বেছে নেওয়ার একটি নির্দিষ্ট নিয়মের কথাও উল্লেখ করে। বিজ্ঞপ্তিটি লক্ষ্য করলেই দেখা যাবে Elective Subjects বেছে নেওয়ার ক্ষেত্রে তিনটি সেট এর কথা উল্লেখ করা হয়। এই তিনটি সেট এর যেকোনো একটি সেট বেছে নিতে হবে এবং সেখান থেকে যেকোনো তিনটি Elective Subject পছন্দ করা যাবে। WBCHSE দ্বারা প্রদেয় তিনটি সেট নিচে দেওয়া হল।
SET- I
- Physics (PHYS) or Nutrition (NUTN)
- Chemistry (CHEM) or Geography (GEGR)
- Economics (ECON) or Anthropology (ANTH)
- Mathematics (MATH) or Agriculture (AGRI)
- Biological Science (BIOS)
- Statistics (STAT) or Psychology (PSYC) or Science of Well Being (SOWB)
- Computer Science (COMS) or Environment Studies (ENVS) or Health & Physical Education (HPED)
- Cyber Security (CBST) or Artificial Intelligence (ARTI) or Data Science (DTSC)
- One vocational subject offered by Council, which may be selected as optional elective subject only.
SET- II
- Accountancy (ACCT)
- Business Studies (BSTD)
- Commercial Law and Preliminaries of Auditing (CLPA) or Statistics (STAT)
- Costing and Taxation (CSTX)
- Economics (ECON)
- Modern Computer Application (COMA) or Environment Studies (ENVS) or Applied Artificial Intelligence (APAI) or Health & Physical Education (HPED)
- Mathematics (MATH)
- One vocational subject offered by Council, which may be selected as optional elective subject only.
SET- III
- Political Science (POLS) or Biological Science (BIOS)
- Education (EDCN) or Nutrition (NUTN)
- Journalism & Mass Communication (JMCN) or Sanskrit (SNSK) or Persian (PRSN) or Arabic (ARBC) or Mathematics (MATH) or Agriculture (AGRI)
- Economics (ECON) or Anthropology (ANTH)
- Philosophy (PHIL)
- Sociology (SOCG)
- History (HIST) or Psychology (PSYC) or Statistics (STAT) or Science of Well Being (SOWB)
- Geography(GEGR) or Human Development & Resource Management (HDRM)
- Music (MUSC) or Visual Arts (VISA) or Health & Physical Education or Environment Studies (HPED) or Modern Computer Applicationor (COMA) or Applied Artificial Intelligence (APAI)
- One vocational subject offered by Council, which may be selected as optional elective subject only.
FAQ SECTION
Q. WB HS New Subject Combination 2024 PDF Link কিভাবে পাবো?
Ans: West Bengal Council of Higher Secondary Education এর Notification Section এ ২ রা মে ২০২৪ তারিখের Notice এ পাওয়া যাবে। Memo No: L/PR/190/2024.
Q. WBCHSE HS Subject Combination 2024 এর কোনরুপ পরিবর্তন হতে পারে?
Ans: চলতি বছরে অর্থাৎ ২০২৪-২৫ আর পরিবর্তন হবে না। তবে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে পরিবর্তন হলেও হতে পারে।
Q. HS Subject List Science কিভাবে পাবো?
Ans: উপরে বর্ণিত SET-I ও SET-2 লক্ষণীয়।
Q. HS Subject List Arts কিভাবে পাবো?
Ans: উপরে বর্ণিত SET-III লক্ষণীয়।
Q. WB HS New Subject Combination 2024 Date of Publication?
Ans: 02 May 2024, Thursday.
Q. West Bengal Board Commarce Subjects in Class 11 কিভাবে পাওয়া যাবে?
Ans: West Bengal HS Subject Combination 2024 এর SET-II তে পাওয়া যাবে, যা এই প্রতিবেদনে বিশদভাবে বর্ণনা করা হয়েছে।