Madhyamik Syllabus 2025 বা মাধ্যমিক সিলেবাস 2025 মাধ্যমিক পরীক্ষার্থী তথা দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছাত্র-ছাত্রীরা যখন নবম শ্রেণী উত্তীর্ণ হয়ে দশম শ্রেণীতে ভর্তি হয় তখন প্রথমেই তাদের যে বিষয়টি সবচেয়ে আগে যারা প্রয়োজন সেটি হল West Bengal Madhyamik Syllabus 2025 বা মাধ্যমিক সিলেবাস 2025।
আমরা জানি যে মাধ্যমিকে মোট সাতটি বিষয় আছে। যথা: বাংলা, ইংরেজি, গণিত, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ইতিহাস ও ভূগোল। এই সাতটি বিষয়ের বিষয়ভিত্তিক পড়াশোনা শুরু করার আগেই ছাত্র-ছাত্রীদের সিলেবাস সম্পর্কে সম্যক জ্ঞান থাকা প্রয়োজন। কারণ সিলেবাসই আমাদের রোড ম্যাপ বা দিশা দেখায়। কারণ একটি সিলেবাসের মাধ্যমেই আমরা বুঝতে পারি কখন কোন বিষয়টি কতখানি পড়া প্রয়োজন। তাই মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে West Bengal Madhyamik Syllabus 2025 বা মাধ্যমিক সিলেবাস 2025 অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। MadhyamikExam.Com মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য মাধ্যমিকের সমস্ত বিষয়ের সিলেবাস তথা Madhyamik Syllabus 2025 বা মাধ্যমিক সিলেবাস 2025 একত্রে এই প্রতিবেদনের মাধ্যমে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
MADHYAMIK SYLLABUS 2025
Particulars | Details |
Topics | Madhyamik Syllabus |
Year | 2025 |
Total Subjects | Seven (7) |
Subject’s Name | Bengali, English, Mathematics, Life-Science, Physical-Science, History, Geography |
Official Website | www.wbbse.wb.gov.in |
State | West Bengal |
Madhyamik Exam Date 2025 | February 2025, Tentative |
Total No of Subjects | All Subjects |
শুধুমাত্র Madhyamik Syllabus 2025 বা মাধ্যমিক সিলেবাস 2025 নয় MadhyamikExam.Com তোমাদের জন্য ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষায় কিভাবে ভালো নম্বর পাওয়া যায়, Madhyamik Geography Suggestion 2024 মা মাধ্যমিক ভূগোল সাজেশন 2024, Madhyamik History Suggestion 2024 বা মাধ্যমিক ইতিহাস সাজেশন 2025 এবং Madhyamik Bengali Suggestion 2024 বা মাধ্যমিক বাংলা সাজেশন 2024 নিও বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত করেছে।
Table of Contents
আরও পড়ুন:
কিছু কথা যা মাধ্যমিক পরীক্ষার্থীদের জানা দরকার
আমরা জানি যে পশ্চিমবঙ্গের মাধ্যমিক বিদ্যালয়গুলিতে অর্থাৎ যে সমস্ত স্কুলগুলিতে পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা হয় সেই সমস্ত স্কুলগুলিতে একটি শিক্ষাবর্ষ (Academic Year) মোট তিনটি ভাগে বিভক্ত। যথা:
প্রথম চার মাস: জানুয়ারি থেকে এপ্রিল:
প্রথম চার মাস সময়কালের মধ্যেই অর্থাৎ জানুয়ারি থেকে এপ্রিল এই সময়ের মধ্যেই বিদ্যালয়ের অন্যান্য শ্রেণীর সঙ্গে দশম শ্রেণীরও প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা First Summative Evaluation হয়ে থাকে।
দ্বিতীয় চার মাস: মে থেকে আগস্ট:
দ্বিতীয় চার মাস সময়কালের মধ্যেই অর্থাৎ মে থেকে আগস্ট এই সময়ের মধ্যেই বিদ্যালয়ের অন্যান্য শ্রেণীর সঙ্গে দশম শ্রেণীরও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা Second Summative Evaluation হয়ে থাকে।
তৃতীয় চার মাস: সেপ্টেম্বর থেকে ডিসেম্বর:
তৃতীয় চার মাস অর্থাৎ সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই সময়কালের মধ্যে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা Third Summative Evaluation হলেও দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের মাধ্যমিক টেস্ট পরীক্ষা বা Madhyamik Test Examination হয়ে থাকে। তাই West Bengal Madhyamik Syllabus 2025 বা মাধ্যমিক সিলেবাস 2025 আলোচনা করার সময় মাধ্যমিকের সম্পূর্ণ সিলেবাসকে তিনটি পর্বে ভেঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যথা:
- প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন।
- দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন।
- তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন।
এই তিনটি পর্যায়ের মধ্যে কোন পর্যায়ে কতখানি সিলেবাসের পরীক্ষা হবে অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে সিলেবাসের কোন কোন বিষয়গুলি অন্তর্গত, দ্বিতীয় পর্যায়ক্রমণের ক্ষেত্রে সিলেবাসের কোন কোন বিষয়গুলি অন্তর্গত এবং তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে সিলেবাসের কোন কোন অংশগুলি অন্তর্ভুক্ত তা ভেঙ্গে বিষয়ভিত্তিক আকারে আলোচনা করা হয়েছে। দশম শ্রেণী তথা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য West Bengal Madhyamik Syllabus 2024 বা মাধ্যমিক সিলেবাস 2024 নিম্নে দেওয়া হল।
বাংলা সিলেবাস ২০২৫
১ম পর্যায়ক্রমিক মূল্যায়ন:
পূর্ণমান (৪০ লিখিত, ১০ অন্তবর্তী প্রস্তুতিকালীন) সময়: ১ ঘণ্টা ৩০ মিনিট। গদ্য: (জ্ঞানচক্ষু, হারিয়ে যাওয়া কালিকলম। পদ্য: আয় আরো বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা, অসুখী একজন।) সহায়ক পাঠ: কোনি (১-৩১ পাতা)। ব্যাকরণ ও নির্মিতি: কারক ও অকারক সম্পর্ক এবং অনুবাদ।
২য় পর্যায়ক্রমিক মূল্যায়ন:
পূর্ণমান (৪০ লিখিত, ১০ অর্ন্তবর্তী প্রস্তুতিকালীন) সময়: ১ ঘণ্টা ৩০ মিনিট। গদ্য: বহুরূপী, সিরাজদ্দৌলা (নাটক), পথের দাবী। পদ্য: অভিষেক, প্রলয়োল্লাস। সহায়ক পাঠ: কোনি (৩২-৫০ পাতা)। ব্যাকরণ ও নির্মিতি: সমাস এবং প্রতিবেদন।
৩য় পর্যায়ক্রমিক মূল্যায়ন:
পূর্ণমান (৯০ লিখিত + ১০ অর্ন্তবর্তী প্রস্তুতিকালীন) সময়: ৩ ঘণ্টা ১৫ মিনিট। গদ্য: অদল বদল, বাংলা ভাষায় বিজ্ঞান, নদীর বিদ্রোহ। পদ্য: সিন্ধুতীরে, অস্ত্রের বিরুদ্ধে গান এবং প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিকের সমস্ত রচনা। সহায়ক পাঠ : কোনি-সম্পূর্ণ বই। ব্যাকরণ ও নির্মিতি: বাক্য, বাচ্য, সংলাপ রচনা, প্রবন্ধ রচনা এবং ১ম ও ২য় পর্যায়ক্রমিকের ব্যাকরণ ও নির্মিতির সমস্ত অধ্যায়। (তৃতীয় পর্যায়ক্রমিক/নির্বাচনী মূল্যায়নের জন্য প্রশ্নের কাঠামো ও নম্বর বিভাজন দশম শ্রেণির সাহিত্য সঞ্চয়ন বইয়ের ১২৯নং পৃষ্ঠায় দেওয়া আছে।)
ইংরেজি সিলেবাস ২০২৫
1st Summative Evaluation:
(Full Marks- Written 40 + Internal Formative 10) Time: 1 Hours 30 minutes.(Reading Seen (MCQ, Fill in the chart with information from the text, Ture or False test, provide sentences/phrases/words in support of your answer. Complete the sentences with information from the text. Short Answer type Questions within 15 words.
Lesson 1: Father’s Help, Lesson 2: Fable. Lesson 3: The Passing Away of Bapu. Reading Comprehension (Unseen). Grammar: article, preposition, tense, phrasal verb, voice change, joining sentences, join the sentences into single compound, single complex, single sentences as directed, Split the following into two sentences. Writing: Letter writing, paragraph writing, Biography. Use the flow chart to write a paragraph.
2nd Summative Evaluation:
(Full Marks- Written 40 + Internal Formative 10) Time: 1 Hours 30 minutes. (Reading Seen (MCQ. Fill in the chart with information from the text, Ture or False test, provide sentences/phrases/words in support of your answer. Complete the sentences with information from the text. Short Answer type Questions-within 15 words.
Lesson 4: My Own True Family. Lesson 5: Our Runaway Kite. Lesson 6: Sea Fever. Reading Comprehension (Unseen). Grammar: Narration change. Transformation of sentences. Wh-questions. Transformation of type of sentences (a) single, compound, complex, (b) assertive (affirmative and negative) interrogative, exclamatory, optative Writing: Notice writing, dialogue writing, story writing (using the given hints), summary writing, newspaper report.
3rd Summative Evaluation:
(Full Marks (Written 90 + Internal Formative 10) Time: 3 Hours 15 minutes. [Reading Seen (MCQ, Fill in the chart with information from the text, Tune or False test, provide sentences/phrases/words in support of your auwer. Complete the sentences with information from the text. Short Answer type Questions within 15 words.
Lesson 7: The Cat. Lesson 8: The Snail. Lesson 1-6 are to be included in the Third Summative Evaluation, Grammar, Vocabulary and Writing Items practiced in classes IX & X are also to be included. Reading Comprehension (Unseen Grammar: Splitting sentences, join the pairs. A single sentences, Wh-questions, Vocabulary Synonyms from text book and beyond the text book contest areas. Writing: Newspaper report, Notice writing, Story writing, Paragraph writing, Letter writing (formal and informal).
গণিত সিলেবাস ২০২৫
১ম পর্যায়ক্রমিক মূল্যায়ন:
পূর্ণমান (৪০ লিখিত, ১০ অন্তবর্তী প্রস্তুতিকালীন) সময়: ১ ঘণ্টা ৩০ মিনিট অধ্যায় : 1. একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। অধ্যায়: 2. সরল সুদকষা। অধ্যায়: 3.বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। অধ্যায়: 4. আয়তঘন। অধ্যায়: 5. অনুপাত ও সমানুপাত। অধ্যায় : 6. চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস। অধ্যায়: 7. বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য। অধ্যায়: ৪. লম্ব বৃত্তাকার চোঙ। অধ্যায়: 9. দ্বিঘাত করণী। অধ্যায়: 10. বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য।
২য় পর্যায়ক্রমিক মূল্যায়ন:
পূর্ণমান (৪০ লিখিত, ১০ অন্তবর্তী প্রস্তুতিকালীন) সময়: ১ ঘণ্টা ৩০ মিনিট। অধ্যায় : 1. একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। অধ্যায়: 11. সম্পাদ্য: ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন। অধ্যায়: 12. গোলক। অধ্যায়: 13. ভেদ। অধ্যায়: 14. অংশীদারি কারবার। অধ্যায়: 15. বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। অধ্যায়: 16. লম্ব বৃত্তাকার শঙ্কু। অধ্যায়: 18. সদৃশ্যতা।
৩য় পর্যায়ক্রমিক মূল্যায়ন:
পূর্ণমান (৯০ লিখিত, ১০ অন্তবর্তী প্রস্তুতিকালীন) সময়: ৩ ঘণ্টা ১৫ মিনিট। অধ্যায়: 17. সম্পাদ্য: বৃত্তের স্পর্শক অঙ্কন। অধ্যায়: 19. বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা। অধ্যায়: 20. ত্রিকোণমিতি কোণ পরিমাপের ধারণা। অধ্যায়: 21. সম্পাদ্য: মধ্যসমানুপাতী নির্ণয়। অধ্যায়: 22. পিথাগোরাসের উপপাদ্য। অধ্যায়: 23. ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলি। অধ্যায়: 24. পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। অধ্যায়: 25. ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ: উচ্চতা ও দূরত্ব। অধ্যায়: 26. রাশিবিজ্ঞান গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় মূল্যায়নের পাঠ্যসূচিও অন্তর্ভুক্ত হবে।
জীবন-বিজ্ঞান সিলেবাস ২০২৫
১ম পর্যায়ক্রমিক মূল্যায়ন:
পূর্ণমান (৪০ লিখিত, ১০ অর্ন্তবর্তী প্রস্তুতিকালীন) সময়: ১ ঘণ্টা ৩০ মিনিট। প্রথম অধ্যায় : জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়। দ্বিতীয় অধ্যায়: জীবনের প্রবাহমানতা- (a) কোশ বিভাজন ও কোশচক্র।
২য় পর্যায়ক্রমিক মূল্যায়ন:
পূর্ণমান (৪০ লিখিত, ১০ অন্তবর্তী প্রস্তুতিকালীন) সময়: ১ ঘণ্টা ৩০ মিনিট। দ্বিতীয় অধ্যায়: জীবনের প্রবাহমানতা- (b) জনন, (c) সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, (d) বৃদ্ধি ও বিকাশ। তৃতীয় অধ্যায়: বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। চতুর্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন।
৩য় পর্যায়ক্রমিক মূল্যায়ন:
পূর্ণমান (৯০ লিখিত, ১০ অর্ন্তবর্তী প্রস্তুতিকালীন) সময়: ৩ ঘণ্টা ১৫ মিনিট। পঞ্চম অধ্যায়: পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। এছাড়া ১ম এবং ২য় পর্যায়ক্রমিক মূল্যায়নের সমগ্র পাঠক্রম।
ভৌত-বিজ্ঞান সিলেবাস ২০২৫
১ম পর্যায়ক্রমিক মূল্যায়ন:
পূর্ণমান (৪০ লিখিত, ১০ অর্ন্তবর্তী প্রস্তুতিকালীন) সময়: ১ ঘণ্টা ৩০ মিনিট। পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, আলো, পর্যায়সারণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা, আয়নীয় ও সমযোজী বন্ধন।
২য় পর্যায়ক্রমিক মূল্যায়ন:
পূর্ণমান (৪০ লিখিত, ১০ অন্তবর্তী প্রস্তুতিকালীন) সময়: ১ ঘণ্টা ৩০ মিনিট। রাসায়নিক গণনা, তাপের ঘটনাসমূহ, চলতড়িৎ, তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া, পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন, ধাতুবিদ্যা।
৩য় পর্যায়ক্রমিক মূল্যায়ন:
পূর্ণমান (৯০ লিখিত, ১০ অন্তবর্তী প্রস্তুতিকালীন) সময়: ৩ ঘণ্টা ১৫ মিনিট। পরমাণুর নিউক্লিয়াস। জৈব রসায়ন। এছাড়াও ১ম এবং ২য় পর্যায়ক্রমিক মূল্যায়নের সমগ্র পাঠক্রম।
ইতিহাস সিলেবাস ২০২৫
১ম পর্যায়ক্রমিক মূল্যায়ন:
পূর্ণমান (৪০ লিখিত, ১০ অর্ন্তবর্তী প্রস্তুতিকালীন) সময়: ১ ঘণ্টা ৩০ মিনিট। প্রথম অধ্যায়: ইতিহাসের ধারণা। দ্বিতীয় অধ্যায়: সংস্কার বৈশিষ্ট্য ও মূল্যায়ন। তৃতীয় অধ্যায়: প্রতিরোধ ও বিদ্রোহ।
২য় পর্যায়ক্রমিক মূল্যায়ন:
পূর্ণমান (৪০ লিখিত, ১০ অর্ন্তবর্তী প্রস্তুতিকালীন) সময়: ১ ঘণ্টা ৩০ মিনিট। চতুর্থ অধ্যায়: সংঘবদ্ধতার গোড়ার কথা। পঞ্চম অধ্যায়: বিকল্প চিন্তা ও উদ্যোগ (উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত) বৈশিষ্ট্য ও পর্যালোচনা। , ষষ্ঠ অধ্যায়: বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা।
৩য় পর্যায়ক্রমিক মূল্যায়ন:
পূর্ণমান (৯০ লিখিত, ১০ অন্তবর্তী প্রস্তুতিকালীন) সময়: ৩ ঘণ্টা ১৫ মিনিট। সপ্তম অধ্যায়: বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। অষ্টম অধ্যায়: উত্তর-ঔপনিবেশিক ভারত: বিশ শতকের দ্বিতীয় পর্ব (১৯৪৭-১৯৬৪)। ভারতের মানচিত্রে ঐতিহাসিক স্থান চিহ্নিতকরণ (আবশ্যিক ৪ নম্বর)। এছাড়া ১ম এবং ২য় পর্যায়ক্রমিক মূল্যায়নের সমগ্র পাঠক্রম।
ভূগোল সিলেবাস ২০২৫
১ম পর্যায়ক্রমিক মূল্যায়ন:
পূর্ণমান (৪০ লিখিত, ১০ অর্ন্তবর্তী প্রস্তুতিকালীন) সময়: ১ ঘণ্টা ৩০ মিনিট। প্রথম অধ্যায়: বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। পঞ্চম অধ্যায়: ভারত-ভূমিকা, ভারতের প্রাকৃতিক পরিবেশ।
২য় পর্যায়ক্রমিক মূল্যায়ন:
পূর্ণমান (৪০ লিখিত, ১০ অর্ন্তবর্তী প্রস্তুতিকালীন) সময়: ১ ঘণ্টা ৩০ মিনিট। দ্বিতীয় অধ্যায়: বায়ুমণ্ডল। তৃতীয় অধ্যায়: বারিমণ্ডল। পঞ্চম অধ্যায়: ভারতের অর্থনৈতিক পরিবেশ।
৩য় পর্যায়ক্রমিক মূল্যায়ন:
পূর্ণমান (৯০ লিখিত, ১০ অর্ন্তবর্তী প্রস্তুতিকালীন) সময়: ৩ ঘণ্টা ১৫ মিনিট। □ মানচিত্র (ভারত-আবশ্যিক ১০ নম্বর)। চতুর্থ অধ্যায়: বর্জ্য ব্যবস্থাপনা। ষষ্ঠ অধ্যায়: উপগ্রহ চিত্র ও ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র। এছাড়া ১ম এবং ২য় পর্যায়ক্রমিক মূল্যায়নের সমগ্র পাঠক্রম।
FAQ SECTION
Q. West Bengal Madhyamik Syllabus 2025 এর PDF পাওয়া যাবে?
Ans: পাওয়া যাবে, কিন্তু সেজন্য আমাদের WhatsApp চ্যানেলে যুক্ত হতে হবে।
Q. দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন কত নম্বরের হয়?
Ans: ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হয় ও ১০ নম্বরের প্রোজেক্ট জমা নেওয়া হয়।
Q. West Bengal Madhyamik Syllabus 2025 এর কোন পরিবর্তন হয়েছে?
Ans: না কোনও পরিবর্তন হয়নি।
Q. দশম প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন কখন হয়ে থাকে?
Ans: সাধারণত এপ্রিল মাসের প্রথম দিকে হয়ে থাকে।
Q. দশম দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন কখন হয়ে থাকে?
Ans: সাধারণত আগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যে হয়ে থাকে।
Q. মাধ্যমিক টেস্ট পরীক্ষা ২০২৪ কবে হবে?
Ans: মাধ্যমিক টেস্ট পরীক্ষা ২০২৪ হবে ২০২৪ সালের পুজোর ছুটির পরেই।
Q. মাধ্যমিক পরীক্ষা ২০২৫ কবে হবে?
Ans: ১৪ ফেব্রুয়ারি ২০২৫।