Madhyamik Routine 2026 | মাধ্যমিক পরীক্ষার রুটিন 2026

Madhyamik Routine 2026 Official অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার রুটিন 2026 প্রকাশ করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। এটি বর্তমানে দশম শ্রেণীতে পাঠরত লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রীদের জন্য অত্যন্ত খুশির খবর। এই ঘোষণা অনুযায়ী আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২রা ফেব্রুয়ারি, ২০২৬ এবং পরীক্ষা চলবে ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ পর্যন্ত।

এই সময়সূচী (Madhyamik Routine 2026) অনুযায়ী প্রতিদিন সকাল ১০:৪৫ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার প্রথম ১৫ মিনিট বরাদ্দ থাকবে শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার জন্য।

Madhyamik Routine 2026 (মাধ্যমিক পরীক্ষার রুটিন 2026) নিচে ছকের সাহায্যে বিশদে বর্ণনা করা হলো।

MADHYAMIK ROUTINE 2026

দিনতারিখবিষয়
সোমবার২রা ফেব্রুয়ারিপ্রথম ভাষা
মঙ্গলবার৩রা ফেব্রুয়ারিদ্বিতীয় ভাষা
শুক্রবার৬ই ফেব্রুয়ারিইতিহাস
শনিবার৭ই ফেব্রুয়ারিভূগোল
সোমবার৯ই ফেব্রুয়ারিঅংক
মঙ্গলবার১০ই ফেব্রুয়ারিভৌত বিজ্ঞান
বুধবার১১ই ফেব্রুয়ারিজীবন বিজ্ঞান
বৃহস্পতিবার১২ই ফেব্রুয়ারিঐচ্ছিক বিষয়

প্রথম ও দ্বিতীয় ভাষার বিষয়বস্তু

  • প্রথম ভাষা (First Languag): বাংলা, ইংরেজি, গুজরাটি, হিন্দি, আধুনিক তিব্বতি, নেপালি, ওড়িয়া, গুরুমুখী (পাঞ্জাবি), তেলুগু, তামিল, উর্দু, সাঁওতালি।
  • দ্বিতীয় ভাষা (Second Language): ইংরেজি, যদি প্রথম ভাষা ইংরেজি না হয়। বাংলা বা নেপালি যদি প্রথম ভাষায় ইংরেজি হয়।

শারীর শিক্ষা ও কর্মশিক্ষা

শারীর শিক্ষা ও কর্ম শিক্ষার সময়সূচি পরে জানানো হবে। মধ্যশিক্ষা পর্ষদের বক্তব্য এই দুটি বিষয়ের জন্য সময়সূচি পৃথক বিজ্ঞপ্তি জারি করে জানানো হবে।

কারিগরি ও ব্যবহারিক বিষয়ের সময়সীমা

  • Sewing and Needle Work: এই পরীক্ষার সময় কাল হবে ৪ ঘন্টা ১৫ মিনিট।
  • Music Vocal and Music Instrument: এই বিষয়ের ব্যবহারিক পরীক্ষাগুলি শুধুমাত্র কলকাতায় অনুষ্ঠিত হবে, পরীক্ষাগুলির সময় পরে জানানো হবে। বিষয়ভিত্তিক পরীক্ষার সময়কাল হবে ২ ঘন্টা ১৫ মিনিট।
  • Computer Application: এই বিষয়ের থিওরি পরীক্ষাগুলি ২ ঘন্টা ১৫ পর্যন্ত হবে। ব্যবহারিক পরীক্ষা প্রতিটি বিদ্যালয়ে আলাদা আলাদা হবে।
  • Vocational Subjects: সমস্ত থিওরি পরীক্ষা হবে ১ ঘন্টা ১৫ মিনিটের। ব্যবহারিক পরীক্ষাগুলি Sector School Council বা নিজ নিজ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ

  • সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো: প্রত্যেক পরীক্ষার্থীর পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো উচিত।
  • পরীক্ষার পূর্বে প্রস্তুতি: প্রশ্নপত্র পড়ার জন্য প্রথম ১৫ মিনিট খুবই গুরুত্বপূর্ণ। তাই ছাত্র-ছাত্রীদের প্রস্তুতির সঙ্গে সঙ্গে টাইম ম্যানেজমেন্ট বা সময় ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।

  • পরীক্ষার সূচি মনে রাখা: পরীক্ষা চলাকালীন প্রতিটি পরীক্ষার দিনক্ষণ মনে রাখা প্রয়োজন এর জন্য সুচির একটি প্রিন্ট আউট স্টাডি রুমের দেওয়ালে লাগিয়ে রাখা উচিত। অথবা নোটবুকে লিখে রাখা উচিত।

  • পরিচয়পত্র সঙ্গে রাখা: পরীক্ষা কেন্দ্রে প্রবেশের জন্য একটি বৈধ ফটো আইডি যেমন আধার কার্ড সঙ্গে রাখা উচিত।
  • এডমিট কার্ড ও রেজিস্ট্রেশন: নিজ নিজ এডমিট কার্ড ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রতিদিন পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া উচিত। এডমিট কার্ড ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট যাতে খারাপ না হয়ে যায় সেজন্য সেগুলি কোন ট্রান্সপারেন্ট পেপারের মধ্যে নিয়ে যাওয়া উচিত, যাতে ওপর থেকে সেগুলি দেখা যায়।

  • প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে রাখা জরুরী: নিজ নিজ প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সামগ্রী সঙ্গে রাখা প্রয়োজন। যেমন জলের বোতল, প্রয়োজনীয় ঔষধপত্র, পেন, পেন্সিল, স্কেল, জ্যামিতি বক্স, রুমাল ইত্যাদি।

  • বিশেষ নজর রাখা জরুরী: কোন বিশেষ কারণবশত মাধ্যমিক পরীক্ষার সূচি পরিবর্তন হচ্ছে কিনা সেদিকে বিশেষ নজর রাখা উচিত।

Madhyamik Routine 2026 From Official Website:

মাধ্যমিক পরীক্ষার ওপরের এই রুটিনটি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বা West Bengal Board Of Secondary Education এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখতে চান তাহলে এই লিংকে ক্লিক করুন। Madhyamik Routine 2026

Madhyamik Routine 2026 | মাধ্যমিক পরীক্ষার রুটিন 2026

Madhyamik Routine 2026 | মাধ্যমিক পরীক্ষার রুটিন 2026

FAQ SECTIONS

Q. 2026 সালে মাধ্যমিক পরীক্ষা কবে শুরু হবে?

Ans: 2nd February 2026, Monday

Q. Madhyamik Routine 2026 অনুসারে মাধ্যমিক পরীক্ষা কখন শুরু হবে?

Ans: সকাল ১০:৪৫ মিনিটে।

Q. মাধ্যমিক পরীক্ষার রুটিন 2026 PDF Download করা যাবে?

Ans: হ্যাঁ যাবে। সবকিছু বিস্তারিত বর্ণনা করা আছে। ওপরের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।

Q. 2026 সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন এর কোনরূপ পরিবর্তন হতে পারে?

Ans: পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কোনো বিশেষ কারণে পরীক্ষার রুটিন পরিবর্তন করতে পারে।

Q. WBBSE এর Official Website Link পাওয়া যাবে?

Madhyamik Routine 2026, Watch The Video