Madhyamik Routine 2025 | মাধ্যমিক রুটিন 2025

Madhyamik Routine 2025 বা মাধ্যমিক রুটিন 2025 ঘোষণা করে দিলেন মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। গত ১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিশেষ সাংবাদিক সম্মেলন করে Madhyamik Routine 2025 বা মাধ্যমিক রুটিন 2025 সম্বন্ধে বিস্তারিত ব্যাখ্যা দেন শিক্ষামন্ত্রী। Madhyamik 2025 এর যারা পরীক্ষার্থী তাদের তাদের দীর্ঘদিনের প্রতীক্ষা ছিল যে Madhyamik Routine 2025 বা মাধ্যমিক রুটিন 2025 কবে প্রকাশিত হবে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর আজকের এই ঘোষণায় Madhyamik 2025 এর পরীক্ষার্থীরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। অবশেষে তারা জানতে পারলো যে Madhyamik 2025 কবে হবে।

শিক্ষামন্ত্রীর বক্তব্য

২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি ২০২৪, শেষ হয়েছিল ১০ ফেব্রুয়ারি ২০২৪। তাই ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হতে না হতেই Madhyamik Routine 2025 বা মাধ্যমিক রুটিন 2025 ঘোষনার সময় শিক্ষা মন্ত্রী প্রথমেই বলেন আগামী বছর মাধ্যমিক পরীক্ষা বা Madhyamik 2025 শুরু হবে ১৪ ফেব্রুয়ারি ও শেষ হবে ২৪ ফেব্রুয়ারি। ২০২৪ সালে লোকসভা ভোট থাকায় ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা এগিয়ে এনেছিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। পরবর্তীকালে অবশ্য পর্ষদ বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায় যে মাধ্যমিক পরীক্ষা ২০২৫ শুরু হবে ১২ ফেব্রুয়ারি, বুধবার, ২০২৫ থেকে।

শিক্ষামন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক

এবছর অর্থাৎ ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার দু-তিন আগেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বিশেষ বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বিশেষ বৈঠকেই ঠিক হয় Madhyamik 2025 এর ব্লুপ্রিন্ট। বৈঠক শেষে গত ১২ ফেব্রুয়ারি ২০২৪ সোমবার শিক্ষামন্ত্রী মাধ্যমিক ২০২৫ এর দিনক্ষণ বা Madhyamik Routine 2025 বা মাধ্যমিক রুটিন 2025 ঘোষণা করেন।

https://whatsapp.com/channel/0029VaBAOWA7j6gDJYJ6DQ3Z

মাধ্যমিক পরীক্ষার শুরুর সময়

২০২৪ সালে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল সকাল ৯ টা ৪৫ মিনিটে, শেষ হয়েছিল দুপুর ১ টার সময় (২০২৩ সাল বা তার আগে মাধ্যমিক পরীক্ষা শুরু হত দুপুর ১২ টার সময়)। প্রথম ১৫ মিনিট বরাদ্দ ছিল শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার জন্য।

  • প্রথম ১৫ মিনিট বলতে এখানে বোঝানো হয়েছে সকাল ৯:৪৫ মিনিট থেকে সকাল ১০ টা পর্যন্ত।
  • বাকি সময়টুকু অর্থাৎ সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সময় বরাদ্দ ছিল শুধুমাত্র লেখার জন্য।

আমরা জানি মাধ্যমিক পরীক্ষা চলাকালীন প্রতি ১ ঘন্টা অন্তর ঘন্টা ধ্বনি বা বেল পড়ে থাকে। এবং পরীক্ষা শেষ হওয়ার ঠিক ১৫ মিনিট আগে ওয়ার্নিং বেল পড়ে। এক্ষেত্রে ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষায় দুপুর ১২:৪৫ মিনিটে ওয়ার্নিং বেল পড়ে ছিল। অনেক সময় আবার দুটো ওয়ার্নিং বেলও পড়ে থাকে। যেমন: দুপুর ১২:৪৫ মিনিটে ও দুপুর ১২:৫৫ মিনিটে।

Madhyamik 2025 কখন শুরু হবে?

গত ১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিশেষ সাংবাদিক সম্মেলনে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু Madhyamik Routine 2025। মাধ্যমিক ২০২৫ এর রুটিন বর্ণনা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা কখন শুরু হবে তা উল্লেখ নি। মাধ্যমিক পরীক্ষা ২০২৫ কখন শুরু হবে তা জানতে গেলে আমাদেরকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের বা West Bengal Board of Secondary Education এর সর্বশেষ বিজ্ঞপ্তি দিয়ে লক্ষ্য রাখতে হবে। পর্ষদের অফিসিয়াল বিজ্ঞপ্তি সঙ্গে সঙ্গেই MadhyamikExam.Com দায়িত্ব সহকারে সেই আপডেট দিয়ে দেবে।

Table of Contents

WBBSE FINAL ROUTINE 2025

PARTICULARSDETAILS
TopicMadhyamik Routine
Year2025
BoardWBBSE
StateWest Bengal
Date of Announcement12th February, 2024
AnnouncerEducation Minister of West Bengal
PDF LinkLlick Here to Download
Official Websitewww.wbbse.wb.gov.in
Madhyamik Routine 2025

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কিছু পরামর্শ

যে সমস্ত পরীক্ষার্থীরা ২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য MadhyamikExam.Com মাধ্যমিক পরীক্ষায় কিভাবে ভালো নম্বর পাওয়া যায় অর্থাৎ Madhyamik Exam Tips সম্পর্কে ইতিমধ্যেই বিস্তারিত বর্ণনা করেছে, তোমরা লিঙ্কে ক্লিক করে সেই বিশেষ পরামর্শগুলি জেনে নিতে পারো।

আরও পড়ুন:

Madhyamik Routine 2025 : মাধ্যমিক রুটিন 2025

গত ১২ ফেব্রুয়ারি ২০২৪, সোমবার শিক্ষামন্ত্রী West Bengal Madhyamik Routine 2025 বা মাধ্যমিক রুটিন ২০২৫ মৌখিকভাবে প্রকাশ করেন। অর্থাৎ এই Madhyamik Routine 2025 পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বা West Bengal Board of Secondary Education আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। WBBSE বা West Bengal Board of Secondary Education শীঘ্রই প্রকাশ করবে বলে তিনি জানান।

Madhyamik Routine 2025 | মাধ্যমিক রুটিন 2025

১৪ ফেব্রুয়ারি ২০২৪, শুক্রবার:

সমস্ত প্রথম ভাষার পরীক্ষা হবে। মধ্যশিক্ষা পর্ষদ দ্বারা অনুমোদিত প্রথম ভাষা গুলি হল: Bengali, English , Gujarati, Hindi, Modera Tibetan, Nepali, Odia, Gurumukhi (Punjabi), Telugu, Tamil, Urdu and Santali.

১৫ ফেব্রুয়ারি ২০২৪, শনিবার:

সমস্ত দ্বিতীয় ভাষার পরীক্ষা হবে। এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা সমস্ত পরীক্ষার্থীদের জানা দরকার যে, ইংরেজি ভাষা ছাড়া যদি অন্যান্য ভাষাগুলি প্রথম ভাষা হিসেবে গণ্য হয় তবেই ইংরেজি ভাষা দ্বিতীয় ভাষা হিসেবে গণ্য হবে।

১৭ ফেব্রুয়ারি ২০২৪, সোমবার:

ইতিহাস।

১৮ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার:

ভূগোল।

১৯ ফেব্রুয়ারি ২০২৪ বুধবার:

জীবন-বিজ্ঞান।

২০ ফেব্রুয়ারি ২০২৪, বৃহস্পতিবার:

ভৌত-বিজ্ঞান।

২২ ফেব্রুয়ারি ২০২৪ শনি বার:

গণিত।

২৪ ফেব্রুয়ারি ২০২৪ সোমবার:

সমস্ত ঐচ্ছিক বিষয়গুলির পরীক্ষা হবে। ঐচ্ছিক বিষয় বলতে আমরা জানি:

  • শারীর শিক্ষা ও সমাজসেবা বা Physical Education and Social Service
  • কর্মশিক্ষার বা Work Education

Madhyamik Routine 2025

EXAM DATESUBJECTS
14 February, 20251st Languages
15 February, 20252nd Languages
17 February, 2025History
18 February, 2025Geography
19 February, 2025Life Science
20 February, 2025Physical Science
22 February, 2025Mathematics
24 February, 2025Elective Subjects
এক নজরে মাধ্যমিক পরীক্ষার রুটিন ২০২৫

Q. মাধ্যমিক রুটিন ২০২৫ কবে প্রকাশিত হবে?

Ans: শিক্ষামন্ত্রী ইতিমধ্যেই মাধ্যমিক রুটিন ২০২৫ প্রকাশিত করেছেন।

Q. মাধ্যমিক পরীক্ষা ২০২৫ কবে শুরু হবে?

Ans: ১২ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার থেকে।

Q. মাধ্যমিক পরীক্ষা ২০২৫ কবে শেষ হবে?

Ans: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার শেষ হবে।

Q. মাধ্যমিক রুটিন 2025 এর PDF DOWNLOAD LINK কিভাবে পাবো?

Ans: PDF DOWNLOAD LINK পাওয়া যাবে, সেজন্য আমাদের WhatsApp চ্যানেল Follow করতে হবে।

Q. মাধ্যমিক পরীক্ষা ২০২৫ কখন শুরু হবে?

Ans: নির্দিষ্ট সময় জানা যায় নি। অফিসিয়াল নোটিশ প্রকাশিত হলে নির্দিষ্ট সময় জানা যাবে। এই সংক্রান্ত আপডেট সবার আগে পেতে গেলে আমাদের WhatsApp চ্যানেলে Follow করুন।

Leave a comment