Madhyamik Result 2024 Date | মাধ্যমিক রেজাল্ট 2024 এর তারিখ ও দিনক্ষণ
Madhyamik Result 2024 বা মাধ্যমিক রেজাল্ট 2024 নিয়ে মাধ্যমিক পরীক্ষার্থী ও অভিভাবকদের মনে উৎকন্ঠ বয়ে চলেছে। Madhyamik Result 2024 Date নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন খবর সংবাদ মাধ্যমে প্রচারিত ও প্রসারিত হয়েছে। এক্ষেত্রে কোন খবর সত্যি আবার কোনটা মিথ্যে বলে প্রমাণিত হয়েছে। এবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের (West Bengal Board of Secondary Education) তরফ থেকে সরাসরি জানিয়ে দেয়া হলো মাধ্যমিক রেজাল্ট 2024 (Madhyamik Result 2024 Date)। এর দিনক্ষণ।
ছাত্র-ছাত্রীরা বাড়িতে বসেই মোবাইলের সাহায্যে কিভাবে নিজের নিজের রেজাল্ট চেক করবেন তা এই প্রতিবেদনে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে।
বোর্ডের নিয়মে কি বলা আছে?
মাধ্যমিক রেজাল্ট নিয়ে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের একটি নির্দিষ্ট নিয়ম আছে। সাধারণত মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার 75 থেকে 90 দিনের মধ্যে রেজাল্ট হয়ে থাকে। এছাড়াও বিগত বছরগুলিতে দেখা গেছে যে মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার 90 দিনের মধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশিত হয়ে যায়। এবছর অর্থাৎ 2024 সালে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 2 ফেব্রুয়ারি, পরীক্ষা শেষ হয়েছিল 12 ফেব্রুয়ারি। সম্পূর্ণ রুটিনটি লক্ষণীয়:
DATES | DAYS | SUBJECTS |
2nd February, 2024 | Friday | 1st Languages |
3rd February, 2024 | Sarurday | 2nd Languages |
5th February, 2024 | Monday | History |
6th February, 2024 | Tuesday | Geography |
8th February, 2024 | Thursday | Mathematics |
9th February, 2024 | Friday | Life Science |
10th February, 2024 | Saturday | Physical Science |
Monday | Optional Elective Subjects |

Table of Contents
আরও পড়ুন:
2025 সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 12 ফেব্রুয়ারি, চলবে চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত।
মধ্যশিক্ষা পর্ষদের এই হিসাব অনুযায়ী 2024 সালের মাধ্যমিক পরীক্ষার ফল (Madhyamik Result 2024) প্রকাশিত হওয়ার কথা এপ্রিল মাসের শেষ সপ্তাহে অথবা মে মাসের প্রথম সপ্তাহে।
Madhyamik Result 2024 Date ও লোকসভা ভোট 2024
পর্ষদের অন্য একটি সূত্র থেকে খবর এবছর লোকসভা ভোট (Loksabha Election 2024) থাকায় Madhyamik Result 2024 Date বা মাধ্যমিক রেজাল্ট 2024 নিয়ে নির্দিষ্ট কোন খবর নেই। কারণ লোকসভা ভোট নিয়ে পর্ষদের অধিকাংশ কর্মীই ব্যস্ত থাকার কারণে এবারের মাধ্যমিক পরীক্ষার ফল (Madhyamik Result 2024 বা মাধ্যমিক রেজাল্ট 2024) দু এক সপ্তাহ পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

মাধ্যমিক রেজাল্ট 2024 (Madhyamik Result 2024) কিভাবে দেখা যাবে?
ছাত্র-ছাত্রীরা নিজের নিজের মাধ্যমিকের রেজাল্ট (Madhyamik Result 2024) ও অভিভাবকরা নিজের সন্তানের রেজাল্ট কিভাবে দেখবেন তা নিয়ে MadhyamikExam.Com একগুচ্ছ ওয়েবসাইট নিয়ে হাজির রয়েছে। সাধারণত বিগত বছরগুলিতে মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল বিজ্ঞপ্তিতেই এই ওয়েবসাইট গুলির উল্লেখ থাকে। মাধ্যমিকের ফল প্রকাশের দিন ছাত্র ছাত্রী অথবা অভিভাবকেরা সরাসরি এই ওয়েবসাইট গুলিতে ক্লিক করে মাধ্যমিকের রেজাল্ট (Madhyamik Result 2024 বা মাধ্যমিক রেজাল্ট 2024) দেখতে পারবেন।
- সাধারণত মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট চেক করতে গেলে নিচে দেওয়া ওয়েবসাইট গুলির যেকোন একটিতে ক্লিক করতে হবে।
- ক্লিক করার পরে Madhyamik Result 2024 সেকশনে ক্লিক করতে হবে।
- ক্লিক করার পরেই একটি নতুন ইন্টারফেস খুলে যাবে।
- সেখানে নিজের মাধ্যমিক পরীক্ষার রোড নম্বর, ও নিজের জন্ম তারিখ এবং শেষে ক্যাপচা কোড সঠিকভাবে ফিল আপ করতে হবে।
- সবশেষ একটি সার্চ বক্স থাকবে সেখানে ক্লিক করলেই নিজের মাধ্যমিকের রেজাল্ট দেখতে পাওয়া যাবে।
এছাড়াও টেক্সট মেসেজ ও প্লে স্টোরে মোবাইল অ্যাপ্লিকেশনের সাহায্যও মাধ্যমিকের রেজাল্ট (Madhyamik Result 2024 বা মাধ্যমিক রেজাল্ট 2024) জানা যাবে।
যে সমস্ত ওয়েবসাইটগুলির মাধ্যমে রেজাল্ট দেখা যাবে
FAQ SECTION
Q. মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ২০২৪ কবে বেরোবে?
Ans: সাধারণত এপ্রিল মাসের শেষ সপ্তাহে অথবা মে মাসের প্রথম সপ্তাহে রেজাল্ট হয়ে থাকে । তবে এবার (২০২৪ সালে) লোকসভা ভোটের কারণে মাধ্যমিক রেজাল্ট এর তারিখ পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশ্বস্ত সূত্রে খবর রেজাল্ট মে মাসের দ্বিতীয় সপ্তাহ বা তৃতীয় সপ্তাহে হাওয়ার সম্ভবনা রয়েছে।
Q. Madhyamik Result 2024 কিভাবে জানা যাবে?
Ans: বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে, টেক্সট মেসেজের সাহায্য অথবা মোবাইল অ্যাপের সাহায্যে।
Q. মাধ্যমিক ফল প্রকাশের নির্দিষ্ট কোন তারিখ জানা গেছে?
Ans: না নির্দিষ্ট কোন তারিখ জানা যায় নি, তবে পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ সূত্রে কোন নির্দিষ্ট তারিখ জানা গেলে MadhyamikExam.Com সঙ্গে সঙ্গে তা জানিয়ে দেবে।