Madhyamik Geography Suggestion 2025 | মাধ্যমিক ভূগোল সাজেশন 2025

Madhyamik Geography Suggestion 2025 | মাধ্যমিক ভূগোল সাজেশন 2025 মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে একটি মাথা ব্যথার কারণ। কারণ এখন ইন্টারনেটের যুগে বিভিন্ন সামাজিক মাধ্যমে অসংখ্য সাজেশনের ছড়াছড়ি। এর মধ্যে সঠিক সাজেশনটি বেছে নেওয়া ছাত্র-ছাত্রীদের কাছে সত্যিই কঠিন হয়ে পড়ে। বন্ধুরা তোমরা নিশ্চয়ই জেনে থাকবে MadhyamikExam.Com 2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্যও ভূগোল সহ মাধ্যমিকের প্রায় প্রত্যেকটি বিষয়ের সাজেশন নিয়ে এসেছিল। এবং প্রত্যেকটি সাজেশন থেকে 100% কমন এসেছিল। সেই সাফল্যের কথা মাথায় রেখে এ বছরও আমরা অর্থাৎ 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য Madhyamik Geography Suggestion 2025 বা মাধ্যমিক ভূগোল সাজেশন 2025 নিয়ে হাজির হয়েছি।

https://whatsapp.com/channel/0029VaBAOWA7j6gDJYJ6DQ3Z

Madhyamik Geography Suggestion 2025 | মাধ্যমিক ভূগোল সাজেশন 2025 কেন ভরসাযোগ্য একটি সাজেশন?

  • Madhyamik Geography Suggestion 2025 বা মাধ্যমিক ভূগোল সাজেশন 2025 বিজ্ঞানসম্মত উপায়ে তৈরি করা একটি কমপ্লিট সাজেশন।
  • এই সাজেশন পশ্চিমবঙ্গের বিভিন্ন নামিদামি বিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা প্রস্তুত করা হয়েছে।
  • এই সাজেশন মাধ্যমিকের প্রশ্নপত্রের ধরন ও নম্বর বিভাজনের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে।
  • এটি একটি কমপ্লিট সাজেশন, অযথা সাজেশনের কলেবর বৃদ্ধি করা হয়নি।
  • বিগত বছরের মাধ্যমিক পরীক্ষাগুলিতে যে ধরনের প্রশ্ন এসেছিল সেই সমস্ত প্রশ্নের কথা মাথায় রেখে এই সাজেশন প্রস্তুত করা হয়েছে।
  • এই সাজেশন মাধ্যমিকের সিলেবাস ভিত্তিক প্রস্তুত করা হয়েছে। অর্থাৎ প্রথম চ্যাপ্টার থেকে শেষ চ্যাপ্টার পর্যন্ত পরপর আলোচনা করা হয়েছে।

Table of Contents

Madhyamik Geography Suggestion 2025 একনজরে

PARTICULARSDETAILS
TopicSuggestion
SubjectGeography
Year2025
Class/Exam10/Madhyamik
BoardWBBSE
Official Websitewbbse.wb.gov.in

মাধ্যমিক ভূগোল সিলেবাস 2025

মাধ্যমিক ভূগোল সাজেশন 2025 ( Madhyamik Geography Suggestion 2025) বিস্তারিত আলোচনা করার পূর্বে মাধ্যমিকের সিলেবাস সম্পর্কে সম্যক জ্ঞান থাকা অত্যন্ত জরুরী। আমরা জানি মাধ্যমিকের ভূগোল বিষয়টি মূলত দুটি অংশে বিভক্ত একটি অংশ হল প্রাকৃতিক ভূগোল অপরটি অর্থনৈতিক ভূগোল। প্রাকৃতিক ও অর্থনৈতিক ভূগোলে যে সমস্ত চ্যাপ্টারগুলি আছে সেগুলি হল:

প্রাকৃতিক ভূগোল:

  • বহির্জাত প্রক্রিয়া ও তার ফলে সৃষ্ট ভূমিরূপ
  • বায়ুমণ্ডল
  • বারি মন্ডল
  • বর্জ্য ব্যবস্থাপনা

অর্থনৈতিক ভূগোল:

  • ভারতের প্রাকৃতিক ভূগোল
  • ভারতের অর্থনৈতিক ভূগোল
  • উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্রসূচক মানচিত্র

মাধ্যমিক ভূগোল সাজেশন 2025 (5 নম্বরের প্রশ্ন)

বহির্জাত প্রক্রিয়া ও তার ফলে সৃষ্ট ভূমিরূপ

  1. নদীর ক্ষয় কাজের ফলে গঠিত ভূমিরগুলি চিত্রসহ বর্ণনা করো।
  2. নদীর সঞ্চয় কাজের ফলে গঠিত যেকোন তিনটি ভূমিরূপের বর্ণনা দাও।
  3. হিমবাহের ক্ষয় কাজের ফলে গঠিত যেকোন তিনটি ভূমিরূপের বর্ণনা দাও।
  4. হিমবাহের সঞ্চয় কাজের ফলে গঠিত যেকোন তিনটি ভূমিরূপের বর্ণনা দাও।
  5. হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির বর্ণনা দাও।
  6. নদী ও বায়ুর মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুমণ্ডল

  1. বায়ুমন্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি ব্যাখ্যা করো।
  2. বায়ুমণ্ডলের স্তরবিন্যাস করে যেকোনো দুটি ভাগ সম্পর্কে আলোচনা করো অথবা উচ্চতা ও উষ্ণতার তারতম অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো।
  3. ওজোন গ্যাস কি? ওজন গ্যাসের কিভাবে উৎপত্তি ও ধ্বংস হয়? ওজোন গ্যাসের গুরুত্ব লেখো।
  4. বায়ুমণ্ডলের উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি সংক্ষেপে লেখো। অথবা বায়ুমণ্ডলের উষ্ণ হওয়ার পদ্ধতি গুলি কি কি?
  5. মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ু প্রবাহের সম্পর্ক আলোচনা করো।
  6. বায়ুমন্ডলের চাপের তারতম্যের কারণগুলি আলোচনা করো।
  7. বায়ুর চাপ বলের সাথে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক আলোচনা করো। অথবা নিয়ত বায়ু কাকে বলে? বিভিন্ন প্রকার নিয়ত বায়ু সম্পর্কে আলোচনা করো। অথবা বায়ুর চাপ বলয়গুলির সংক্ষিপ্ত বিবরণ দাও।
  8. ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো।
  9. বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করে বিভিন্ন প্রকার বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করো।

বারিমন্ডল

  1. সমুদ্রস্রোত সৃষ্টির কারণগুলি লেখো।
  2. জোয়ার ভাটা সৃষ্টির কারণ ও তার প্রভাবগুলি লেখো।
  3. সমুদ্রস্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো।

ভারতের প্রাকৃতিক অংশ

  1. ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির মধ্যে পার্থক্য লেখো।
  2. দৈর্ঘ্য/প্রস্থ বরাবর হিমালয় পর্বতের শ্রেণীবিভাগ করো।
  3. ভারতীয় কৃষিতে মৌসুমী বায়ুর প্রভাব বা গুরুত্ব আলোচনা করো।
  4. উত্তর ভারতের নদনদী ও দক্ষিণ ভারতের নদনদীর মধ্যে পার্থক্য লেখো।
  5. জল সংরক্ষণ বলতে কী বোঝো? বিভিন্ন ধরনের জল সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করো।
  6. ভারতের চা/কফি/ধান/গম/কার্পাস চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলি আলোচনা করো।

ভারতের অর্থনৈতিক অংশ

  1. পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি লেখো।
  2. ভারতের পশ্চিমাঞ্চলে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি কি কি?
  3. ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি লেখো।
  4. ইঞ্জিনিয়ারিং শিল্প বলতে কী বোঝো? ভারতে ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার কারণ গুলি লেখো।
  5. ভারতের নগর গড়ে ওঠার কারণগুলি লেখো। নগরায়নের সমস্যা বা কুফল গুলি কি কি?

মাধ্যমিক ভূগোল সাজেশন 2025 (3 নম্বরের প্রশ্ন)

বহির্জাত প্রক্রিয়া ও তার ফলে সৃষ্ট ভূমিরূপ

  1. মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন?
  2. ব-দ্বীপ গড়ে ওঠার অনুকূল শর্ত গুলি লেখো। অথবা নদীর মোহনায় ব-দ্বীপ গড়ে ওঠে কেন?
  3. নদীর বহনকার্যের তিনটি প্রক্রিয়া সংক্ষেপে লেখো?
  4. নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে তিনটি পার্থক্য লেখো।
  5. উপনদী ও শাখা নদীর মধ্যে তিনটি পার্থক্য লেখো।
  6. গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো।
  7. ড্রামলিন ও রসেমতানের মধ্যে পার্থক্য লেখো।
  8. ইয়ার্দাঙ ও জিউগ্যানের মধ্যে পার্থক্য লেখো।
  9. সুন্দরবন অঞ্চলের ব-দ্বীপের উপর বিশ্ব উষ্ণায়নের তিনটি প্রভাব লেখো।
  10. জলপ্রপাত গড়ে ওঠার কারণ গুলি লেখো।
  11. বার্খান ও সিফ বালিয়াডির মধ্যে পার্থক্য লেখো।
  12. মরুভূমি সম্প্রসারনের তিনটি কারণ লেখো।
  13. ঝুলন্ত উপত্যকায় ব-দ্বীপ গড়ে ওঠে কেন?
  14. বায়ুর বহন প্রক্রিয়াগুলি কি কি?
  15. U আকৃতির উপত্যকা ও V আকৃতির উপত্যকার মধ্যে পার্থক্য লেখো।

বায়ুমণ্ডল

  1. সমুদ্রবায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য লেখো।
  2. ক্যাটাবেটিক ও অ্যানাবেটিক বায়ুর মধ্যে পার্থক্য লেখো।
  3. ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায় কেন?
  4. জেট বায়ুপ্রবাহের সাথে মৌসুমি বায়ুর সম্পর্ক লেখো।
  5. উষ্ণতা বৃষ্টিপাতসূচক লেখচিত্রে ভূমধ্যসাগরীয় জলবায়ু চিহ্নিত করার তিনটি যুক্তি দাও।
  6. মেঘাচ্ছন্ন রাত অধিক উষ্ণ হয় কেন?
  7. মৌসুমি বায়ু স্থলবায়ু ও সমুদ্রবায়ুর বৃহৎ সংস্করণ – ব্যাখ্যা দাও।
  8. ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে মধ্যে পার্থক্য লেখো।
  9. মৌসুমি বায়ুতে বৃষ্টিপাত অনিশ্চিত কেন?
  10. আয়ন বায়ু ও পশ্চিমা বায়ুর মধ্যে পার্থক্য লেখো।
  11. আয়ন বায়ুর প্রবাহ পথে মহাদেশের পশ্চিমে মরুভূমি দেখা যায় কেন?
  12. পরিচলন বৃষ্টি ও শৈলোৎক্ষেপ বৃষ্টির মধ্যে পার্থক্য লেখো।
  13. এল নিনোর প্রভাব লেখো।
  14. বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি গুলি লেখো।
  15. জেট বিমানগুলি বায়ুমন্ডলের কোন স্তরের মধ্য দিয়ে যাতায়াত করে ও কেন? অথবা স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়ে জেট বিমানগুলি যাতায়াত করে কেন?
  16. ওজন স্তরকে ‘প্রাকৃতিক সৌরপর্দা’ বলে কেন?
  17. ওজোন গ্যাসের গুরুত্ব লেখো।
  18. বৃষ্টিচ্ছায় অঞ্চল কিভাবে গড়ে ওঠে? অথবা বৃষ্টিচ্ছায় অঞ্চল কাকে বলে? অথবা পর্বতের কোন ঢালে বৃষ্টিচ্ছায় অঞ্চল গড়ে ওঠে ও কেন?
  19. ভারতকে ‘মৌসুমী বায়ুর দেশ’ বলা হয় কেন?
  20. ওজন গহর সৃষ্টির কারণ ও তার প্রতিকারের উপায়গুলি লেখো।
  21. জলভাগ অপেক্ষা স্থলোভাগ অধিক উত্তপ্ত হয় কেন?
  22. মেঘমুক্ত রাত্রি অপেক্ষা মেঘাচ্ছন্ন রাত্রি অধিক উষ্ণ হয় কেন?
  23. আমরা বায়ুর চাপ অনুভব করি না কেন?
  24. আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো।
  25. ‘4 O’clock rain’ কাকে বলে?

বারিমন্ডল

  1. জোয়ার ভাটার ফলাফলগুলি লেখো।
  2. উষ্ণ স্রোত ও শীতল স্রোতের মধ্যে পার্থক্য লেখো।
  3. ভরা জোয়ার ও মরা জোয়ারের মধ্যে পার্থক্য লেখো।
  4. পূর্ণিমার তুলনায় অমাবস্যার জোয়ার শক্তিশালী হয় কেন?
  5. গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া বাণিজ্যিক মৎস্য চাষের জন্য অনুকূল কেন?
  6. নিউফাউন্ডল্যান্ড সারাবছর কুয়াশাচ্ছন্ন থাকে কেন?
  7. সমুদ্রস্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো।
  8. একটি স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 24 ঘণ্টা 52 মিনিট হয় কেন?
  9. পেরিজিয়ান জোয়ার ও অ্যাপোজিয়ান জোয়ার কি?
  10. জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাব লেখো।
  11. পৃথিবীর প্রতিটি স্থানে প্রতিদিন দুবার জোয়ার ও দুবার ভাঁটা হয় কেন?

বর্জ্য ব্যবস্থাপনা

  1. বজ্র কম্পোস্টিং পদ্ধতির সুবিধাগুলো কি কি?
  2. গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায় গুলি লেখো।
  3. বর্জের পরিমাণগত হ্রাস কিভাবে করা যায়?
  4. বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের তিনটি ভূমিকা লেখো।
  5. বর্জ্য ব্যবস্থাপনার তিনটি প্রয়োজনীয়তা লেখো।
  6. প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণসহ শ্রেণীবিভাগ করো।
  7. বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি লেখো।
  8. বর্জ্য ব্যবস্থাপনায় 3R/4R পদ্ধতি বলতে কী বোঝ?
  9. ভাগীরথী ও হুগলি নদীতে বর্জ্যের প্রভাব লেখো। অথবা ভাগীরথী ও হুগলি নদীর জল বিভিন্ন বর্জ্যের দ্বারা কিভাবে প্রভাবিত হচ্ছে?
  10. পার্থক্য লেখো: কঠিন বর্জ্য ও তরল বর্জ্য, বিষাক্ত বর্জ্য ও বিষহীন বর্জ্য।
  11. গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায় গুলি লেখো।
  12. বিভিন্ন প্রকার চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের নাম লেখো।
https://whatsapp.com/channel/0029VaBAOWA7j6gDJYJ6DQ3Z

ভারতের প্রাকৃতিক অংশ

  1. তরাই ও ভাবর বলতে কী বোঝো?
  2. দাক্ষিণাত্য মালভূমি সম্পর্কে আলোচনা করো।
  3. কয়েল কাকে বলে? এর বৈশিষ্ট্য গুলি লেখো।
  4. পার্থক্য লেখো: পূর্ব হিমালয় ও পশ্চিম হিমালয়, পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালা।
  5. ভারতীয় জনজীবনে হিমালয় পর্বতমালার প্রভাব আলোচনা করো।
  6. দার্জিলিং ও কাশ্মীর হিমালয়ের সম্পর্ক আলোচনা করো।
  7. গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর গতিপথ সম্পর্কে আলোচনা করো।
  8. উত্তর বাহিনী নদীগুলি বন্যাপ্রবণ হয় কেন?
  9. নর্মদা ও তাপ্তি নদী পশ্চিম বাহিনী কেন?
  10. দক্ষিণ বাহিনী নদীগুলি খরস্রোতা কেন?
  11. পশ্চিমবাহিনী নদী গুলিতে বদ্বীপ গড়ে ওঠেনি কেন?
  12. ভৌম জলের অতিরিক্ত ব্যবহারের ফলাফলগুলি লেখো।
  13. বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতিগুলি কি কি?
  14. অরণ্য ধ্বংসের কারণগুলি লেখো।
  15. বন সংরক্ষণের পদ্ধতিগুলি লেখো।

ভারতের অর্থনৈতিক অংশ

  1. ভারতের কৃষির গুরুত্ব ও বৈশিষ্ট্য লেখো।
  2. খারিফ শস্য ও রবিশস্যের মধ্যে পার্থক্য লেখো।
  3. জায়িদ শস্য কাকে বলে? উদাহরণ দাও। অথবা জায়িদ শস্যের বৈশিষ্ট্য গুলি লেখো।
  4. ধান/পাট/চা/গম চাষের সমস্যাগুলি লেখো।
  5. উত্তর-পশ্চিম ভারতের গম চাষ উন্নত কেন?
  6. উত্তর-পূর্ব ভারতে চা চাষ উন্নত কেন?
  7. পাঞ্জাব ও হরিয়ানা অঞ্চলে কৃষি উন্নতির কারণগুলি লেখো।
  8. ‘ভারতের রূঢ়’ বলতে কোন শহরকে বোঝানো হয় ও কেন?
  9. ইঞ্জিনিয়ারিং শিল্পের শ্রেণীবিভাগ করো।
  10. পূর্ব ভারতে বস্ত্র বয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ কি?
  11. তামিলনাড়ুতে/দক্ষিণ ভারতে বস্ত্রবয়ন শিল্প গড়ে ওঠার কারণ কি?
  12. ভারতের তথ্যপ্রযুক্তি শিল্পের ভবিষ্যৎ লেখো।
  13. দক্ষিণ ভারত কফি চাষে উন্নত কেন?
  14. জলপথকে উন্নয়নের জীবনরেখা বলে কেন?
  15. চা পাতা তোলার ক্ষেত্রে মহিলা শ্রমিক বেশি প্রয়োজন কেন?
  16. তথ্যপ্রযুক্তি শিল্প কাকে বলে? ভারতে এই শিল্পের উন্নতির তিনটি কারণ লেখো।
  17. জনঘনত্ব বৃদ্ধির কারণ কি?
  18. আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কী বোঝ?
  19. প্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ ও ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখো।
  20. ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব লেখো।
  21. গাঙ্গেয় সমভূমিতে জনঘনত্ব অধিক কেন?
  22. অরণ্য সংরক্ষণের পদ্ধতিগুলি কি কি?
  23. সামাজিক বনসৃজন কাকে বলে? এর উদ্দেশ্য গুলি লেখো।
  24. ভারতের নগরায়নের সমস্যাগুলি লেখো।
  25. ভারতীয় কৃষিতে জল সেচের প্রভাব লেখো।

উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্রসূচক মানচিত্র

  1. উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য লেখো। অথবা উপগ্রহ চিত্রের গুরুত্ব লেখো
  2. ভূবৈচিত্রসূচক মানচিত্রে সিরিজগুলি কি কি?
  3. পার্বত্য অঞ্চল অথবা মালভূমি অঞ্চলের ভূবৈচিত্রসূচক মানচিত্রের বৈশিষ্ট্য গুলি লেখো।
  4. জিওস্টেশনারি ও সানসিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো।
  5. উপগ্রহ চিত্রের সুবিধা গুলি কি কি?
  6. ভূবৈচিত্রসূচক মানচিত্রের গুরুত্ব বা ব্যবহার লেখো।

Q. Madhyamik Geography Suggestion 2025 PDF Download করা যাবে?

হ্যাঁ পাওয়া যাবে। তবে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে হবে। Whatsapp Channel এর লিংক ওপরে দেওয়া আছে।

Q. মাধ্যমিকের ভূগোল পরীক্ষা কবে হবে?

18 ফেব্রুয়ারি 2025।

Q. মাধ্যমিক সাজেশন 2025 কি মাধ্যমিক পরীক্ষায় একশ শতাংশ কমন পাওয়া যাবে?

হ্যাঁ যাবে। তবে এক্ষেত্রে সমস্ত প্রশ্নের উত্তর সঠিকভাবে করতে হবে।

Leave a comment