Madhyamik Exam Date 2025 | মাধ্যমিক পরীক্ষা 2025 কবে হবে?

Madhyamik Exam Date 2025 | মাধ্যমিক পরীক্ষা 2025 কবে হবে

Madhyamik Exam Date 2025 বা মাধ্যমিক পরীক্ষা 2025 কবে হবে তা বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বা West Bengal Board of Secondary Education। গত 25/04/2024 তারিখ রবিবার Madhyamik Exam Date 2025 বা মাধ্যমিক পরীক্ষা 2025 কবে হবে তা নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। এর আগে গত 12 ফেব্রুয়ারি বিশেষ সাংবাদিক সম্মেলন করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু Madhyamik Routine 2025 প্রকাশ করেন।

ঐ দিনের সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু বলেন যে 2025 সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 14 ফেব্রুয়ারি এবং শেষ হবে 24 ফেব্রুয়ারি। একইসঙ্গে তিনি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ করেন। যদিও পর্ষদ সেই রুটিনটি বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেনি।

https://whatsapp.com/channel/0029VaBAOWA7j6gDJYJ6DQ3Z
PARTICULARSDETAILS
TopicMadhyamik Exam Date 2025
Exam Starts12 February, 2025
Exam Ends24 February, 2025
Notice LinkDownload Notice
Official Websitewbbse.wb.gov.in
Madhyamik Exam Date 2025

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দ্বারা প্রকাশিত রুটিনটি হল নিম্নরূপ:

  • 14 ফেব্রুয়ারি 2024 শুক্রবার: সমস্ত প্রথম ভাষার পরীক্ষা। মধ্যশিক্ষা পর্ষদ দ্বারা অনুমোদিত প্রথম ভাষা গুলি হল: Bengali, English , Gujarati, Hindi, Modera Tibetan, Nepali, Odia, Gurumukhi (Punjabi), Telugu, Tamil, Urdu and Santali.
  • 15 ফেব্রুয়ারি 2024 শনিবার: সমস্ত দ্বিতীয় ভাষার পরীক্ষা হবে। এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা সমস্ত পরীক্ষার্থীদের জানা দরকার যে, ইংরেজি ভাষা ছাড়া যদি অন্যান্য ভাষাগুলি প্রথম ভাষা হিসেবে গণ্য হয় তবেই ইংরেজি ভাষা দ্বিতীয় ভাষা হিসেবে গণ্য হবে।
  • 17 ফেব্রুয়ারি 2024 সোমবার: ইতিহাস।
  • 18 ফেব্রুয়ারি 2024 মঙ্গলবার: ভূগোল।
  • 19 ফেব্রুয়ারি 2024 বুধবার: জীবন-বিজ্ঞান।
  • 20 ফেব্রুয়ারি 2024 বৃহস্পতিবার: ভৌত-বিজ্ঞান।
  • 22 ফেব্রুয়ারি 2024 শনি বার: গণিত।
  • 24 ফেব্রুয়ারি 2024 সোমবার: সমস্ত ঐচ্ছিক বিষয়গুলির পরীক্ষা হবে।

বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে?

ঐ দিনের বিজ্ঞপ্তিতে Notice No DC(C)/07124] Madhyamik Exam Date 2025 বা মাধ্যমিক পরীক্ষা 2025 কবে হবে তা নিয়ে বলা হয়েছে। আগামী বছর অর্থাৎ 2025 সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 12 ফেব্রুয়ারি থেকে, চলবে 24 ফেব্রুয়ারি পর্যন্ত। অর্থাৎ বিজ্ঞপ্তির দিন থেকে ধরলে দেখা যাচ্ছে যে মাধ্যমিক পরীক্ষা 2025 শুরু হতে আর এক বছরও বাকি নেই।

2025 সালের মাধ্যমিক পরীক্ষার বা Madhyamik Exam 2025 এর শুরু ও শেষের তারিখ প্রকাশ করলেও কবে কোন পরীক্ষা হবে অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার পূর্ণাঙ্গ রুটিন 2025 বা Madhyamik Routine 2025 এখনও প্রকাশ করেনি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education)।

বিজ্ঞপ্তি অনুযায়ী 2024 সালের মাধ্যমিকের ফল প্রকাশের দিন (Madhyamik Exam Result 2024 Date) আগামী বছরের ( Madhyamik 2025) মাধ্যমিক পরীক্ষার সম্পূর্ণ তথ্য (Madhyamik Exam 2025 Schedule) প্রকাশ করা হবে।

2024 সালের মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত কিছু তথ্য।

Madhyamik 2024 এর প্রশ্নপত্র পাঁচ রুখতে বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। প্রশ্নের প্রতিটি পাতায় বিশেষ QR Code লুকনো ছিল। কেউ মোবাইল ক্যামেরা ক্যামেরা ব্যবহার করে ছবি তুললে, সঙ্গে সঙ্গে তা পর্ষদের বিশেষ প্রযুক্তির মাধ্যমে জানা সম্ভবত হত। কার্যক্ষেত্র তেমনই ঘটেছিল। পরীক্ষা শেষ হওয়ার আগে মোবাইলে প্রশ্নপত্রের ছবি তোলায় বেশ কিছু মাধ্যমিক পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হয়েছিল।

এছাড়াও সময় সংক্রান্ত আরো একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছিল ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষাতে। এর আগে অর্থাৎ ২০২৩ সালের পূর্বের মাধ্যমিক পরীক্ষাগুলিতে পরীক্ষা শুরুর সময় ছিল দুপুর 12 টা, কিন্ত 2024 সালে তা ছিল সকাল 9 টা 45 মিনিট। এবছর মাধ্যমিক পরীক্ষা শেষ হবার সময় ছিল দুপুর 1 টা। যদিও বৃত্তিমূলক শাখার বা ভোকেশনাল গ্রুপের বিভিন্ন পরীক্ষার (Visual Arts, Physical Education) শুরু ও শেষের সময় আলাদা ছিল। ভোকেশনাল গ্রুপের পরীক্ষার শুরু ও শেষের সময় ছিল যথাক্রমে সকাল 9 টা 45 মিনিট ও সকাল 11 টা 45 মিনিট।

FAQ SECTION

Q. Madhyamik Exam Date 2025 কবে?

Ans: Madhyamik 2025 শুরু হবে 12 ফেব্রুয়ারি 2025।

Q. Madhyamik 2025 এর Official Notice প্রকাশিত হয়েছে?

Ans: না এখনো পর্যন্ত হয়নি। তবে শীঘ্রই প্রকাশিত হবে।

Q. মাধ্যমিক 2025 কবে শেষ হবে?

Ans: 24 ফেব্রুয়ারি 2025।

Q. Madhyamik Exam Date 2025, Official Notice এর PDF File ডাউনলোড করা যাবে?

Ans: হ্যাঁ যাবে, সেজন্য আমাদের TelegramWhatsApp চ্যানেলে যুক্ত হতে হবে।

Leave a comment