West Bengal HS Exam Routine 2025 | উচ্চ মাধ্যমিক রুটিন 2025

West Bengal HS Exam Routine 2025 | উচ্চ মাধ্যমিক রুটিন 2025

West Bengal HS Exam Routine 2025 বা উচ্চ মাধ্যমিক রুটিন 2025 রুটিন প্রকাশ করল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher Secondary Education)। গত 29 ফেব্রুয়ারি 2024 বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে West Bengal HS Routine 2025 উচ্চ মাধ্যমিক রুটিন 2025 প্রকাশ করে।

2024 সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 16 ফেব্রুয়ারি এবং শেষ হয়েছিল 29 ফেব্রুয়ারি। উচ্চ মাধ্যমিক 2024 (Higher Secondary Examination 2024) শেষ হতে না হতেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে West Bengal HS Routine 2025 বা উচ্চ মাধ্যমিক 2025 প্রকাশ করে।

https://whatsapp.com/channel/0029VaBAOWA7j6gDJYJ6DQ3Z

শিক্ষামন্ত্রীর সাংবাদিক সম্মেলন

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ HS Routine 2025 বা উচ্চ মাধ্যমিক রুটিন 2025 প্রকাশ পরার পূর্বেই পশ্চিমবঙ্গের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিশেষ সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী উচ্চ মাধ্যমিক রুটিন 2025 (West Bengal HS Routine 2025) এর কথা উল্লেখ করেন। সাংবাদিক সম্মেলনে তিনি HS Routine 2025 এর সম্পূর্ণ অংশ প্রকাশ করেননি। HS Exam 2025 কবে শুরু হবে এবং কবে শেষ হবে শুধুমাত্র সেটুকুই উল্লেখ করেন। শিক্ষামন্ত্রী বলেন উচ্চমাধ্যমিক 2025 শুরু হবে 3 মার্চ 2025 সোমবার এবং শেষ হবে 18 মার্চ 2025 মঙ্গলবার।

সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী এও বলেন 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সারা পশ্চিমবঙ্গে মোট 41 জনের পরীক্ষা বিভিন্ন কারণে বাতিল করা হয়েছে। তার মধ্যে 25 জন ছাত্রী ও 16 জন ছাত্র। এই 41 জন বাতিল পরীক্ষার্থীদের মধ্যে প্রত্যেকের কাছেই মোবাইল ফোন পাওয়া গিয়েছিল। উচ্চ মাধ্যমিক সংসদের অভিযোগ ছিল এই মোবাইল সরবরাহের ক্ষেত্রে শিক্ষাকর্মীদের ভূমিকাও ছিল অন্যতম। প্রত্যেকের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher Secondary Examination)।

সংসদের অফিসিয়াল বিজ্ঞপ্তি

পশ্চিমবঙ্গের মাননীয় শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু সাংবাদিক সম্মেলন করে West Bengal HS Exam Routine 2025 (উচ্চ মাধ্যমিক রুটিন 2025) ঘোষণা করলেও প্রত্যেক পরীক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দের নজর ছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল বিজ্ঞপ্তির দিকে। অবশেষে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) গত 29/02/2024 তারিখ বৃহস্পতিবার অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন 2025 বা Higher Secondary Examination Routine 2025 বা HS Exam Routine 2025 বা West Bengal HS Exam Routine 2025 প্রকাশ করে।

সংসদের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে পরীক্ষা কবে শুরু হবে, শেষ হবে, কোন তারিখ কোন বিষয়ের পরীক্ষা আছে ইত্যাদি বিষয়ে খুঁটিনাটি তথ্য তুলে ধরা হয়েছে।

PARTICULARSDETAILS
TopicHS Exam Routine
For Which Year2025
Exam Starts Date3 March 2025
Exam Ends Date18 March 2025
Notification Date29 February 2024
Notification LinkDownload HS Routine 2025
Download PDFDownload Free PDF
Official Websitewbchse.wb.gov.in
DATES & DAYSSUBJECTS
03/03/2025
Monday
Bengali (A), English (A), Hindi (A), Nepali (A), Urdu, Santhali, Odia, Telugu, Gujarati, Punjabi
04/03/2025
Tuesday
Health Care, Automobile, Organised Retailing, Security, IT and ITES, Electronics, Tourism & Hospitality, Plumbing, Construction, Apparel, Beauty and Wellness, Agriculture, Power-VOCATIONAL SUBJECTS
05/03/2025
Wednesday
English (B), Bengali (B), Hindi (B), Nepali (B), Alternative English
06/03/2025
Thursday
Economics
07/03/2025
Friday
Physics, Nutrition, Education, Accountancy
08/03/2025
Saturday
Computer Science, Modern Computer Application, Artificial Intelligence, Data Science, Environmental Studies, Health & Physical Education, Music, Visual Arts
10/03/2025
Monday
Commercial Law and Preliminaries of Auditing, Philosophy, Sociology
11/03/2025
Tuesday
Chemistry, Journalism & Mass Communication, Sanskrit, Persian, Arabic, French
13/03/2025
Thursday
Mathematics, Psychology, Anthropology, Agronomy, History
17/03/2025
Monday
Biological Science, Business Studies, Political Science
18/03/2025
Tuesday
Statistics, Geography, Costing and Taxation, Home Management and Family Resource Management

2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে সকাল 10 টা থেকে এবং শেষ হবে দুপুর 1:15 মিনিটে। অর্থাৎ পরীক্ষার জন্য বরাদ্দকৃত মোট সময় হলো 3 ঘন্টা 15 মিনিট। তবে Health & Physical Education, Visual Arts, Music and Vocational Subjects এর জন্য বরাদ্দকৃত মোট সময় হলো শুধুমাত্র 2 ঘন্টা (সকাল 10 থেকে দুপুর 12 টা পর্যন্ত)।

সবশেষে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিশেষ সতর্কবার্তা দিয়েছে যে প্রয়োজনে তারা এই রুটিন (West Bengal HS Exam Routine 2025) পরিবর্তন করতে পারে।

HS Exam Routine 2025

Q. HS Exam Routine 2025 কি প্রকাশিত হয়েছে?

Ans: হ্যাঁ হয়েছে। গত 29/02/2024 তারিখ বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এই রুটিন প্রকাশ করে।

Q. উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 কবে থেকে শুরু হবে?

Ans: 3 মার্চ 2025 সোমবার থেকে শুরু হবে।

Q. উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 কবে শেষ হবে?

Ans: 18 মার্চ 2025 তারিখ মঙ্গলবার শেষ হবে।

Q. উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 কখন থেকে শুরু হবে?

Ans: প্রতিদিন সকাল 10 টা থেকে শুরু হবে।

Q. উচ্চ মাধ্যমিক রুটিন 2025 এর কোন পরিবর্তন হতে পারে?

Ans: উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল বিজ্ঞপ্তিতেই বলা আছে প্রয়োজনে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই রুটিন পরিবর্তন করতে পারে।

Leave a comment