উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন ২০২৪, এখন প্রায় প্রতিটি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর কাছে জানার বিষয় হয়ে উঠেছে। কারণ আর কয়েকদিনের পরেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৪ (West Bengal Higher Secondary Examination 2024)। পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা ইতিমধ্যেই সমাপ্ত হয়ে গিয়েছে। শুধু তাই নয় বিভিন্ন স্কুলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষার ফলও প্রকাশিত হয়ে গিয়েছে। উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষায় যারা কৃতকার্য হয়েছে তাদের এখন লক্ষ্য শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৪ (WB HS Exam 2024)।
পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher Secondary Education) গত ২৪ মে ২০২৩ তারিখ বিজ্ঞপ্তি প্রকাশ করে রুটিন সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছে। পরীক্ষা কখন শুরু হবে, কখন শেষ হবে, কবে কোন বিষয়ের পরীক্ষা হবে ইত্যাদি বিষয়ে বিজ্ঞপ্তিতে নানান তথ্য দেওয়া হয়েছে।
Table of Contents
Particulars | Details |
---|---|
Exam Name | West Bengal HS Exams 2024 |
Exam Conducting Body | West Bengal Council of Higher Secondary Education (WBCHSE) |
Exam Level | State-Level |
Category | West Bengal HS Routine 2024 |
Status | Released |
HS Routine 2024 Release Date | May 24, 2023 |
West Bengal HS Exam Dates | February 16 – 29, 2024 |
Exam Timings | 9.45 AM – 1 PM |
Official Website | wbchse.wb.gov.in |
উচ্চ মাধ্যমিক পরীক্ষার শুরুর সময়:
বিগত বছরগুলির ন্যায় এবছরও উচ্চ উছমাধ্যমিক পরীক্ষা শুরু হবে সকাল ৯ টা ৪৫ মিনিট থেকে। শেষ হবে দুপুর ১ টার সময়। প্রথম ১৫ মিনিট বরাদ্দ করা হয়েছে, শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার জন্য। প্রথম ১৫ মিনিট বলতে এখানে বোঝানো হয়েছে সকাল ৯ টা ৪৫ মিনিট সকাল ১০ টা পর্যন্ত। বাকি সময়টুকু অর্থাৎ সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সময় বরাদ্দ শুধুমাত্র লেখার জন্য। রিপোর্টিং সময় রাখা হয়েছে সকাল ৮:৩০ মিনিট।
পরীক্ষায় চলাকালীন প্রতি ১ ঘন্টা অন্তর ঘন্টা ধ্বনি বা বেল পড়ে থাকে। এবং পরীক্ষা শেষ হওয়ার ঠিক ১৫ মিনিট আগে অর্থাৎ দুপুর ১২ টা ৪৫ মিনিটে ওয়ার্নিং বেল পড়ে। অনেক ক্ষেত্রে আবার দেখা যায় পরীক্ষা শেষ হওয়ার ঠিক পাঁচ মিনিট পূর্বে (এক্ষেত্রে দুপুর ১২:৫৫ মিনিটে) আবার একটি ওয়ার্নিং বেল পড়ে।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন ২০২৪ (HS Routine 2024)
Exam Dates | Subject (Afternoon Shift: From 9:45 AM to 1 PM) |
---|---|
February 16,2024 | Bengali (A), English (A), Hindi (A), Nepali (A), Urdu, Santhali, Odia, Telugu, Gujarati, Punjabi |
February 17, 2024 | Healthcare, Automobile, Organised Retailing, Security, IT and ITES, Electronics, Tourism & Hospitality, Plumbing, Construction, Apparel, Beauty & Wellness, Agriculture, Power – Vocational Subjects |
February 19, 2024 | English (B), Bengali (B), Hindi (B), Nepali (B), Alternative English |
February 20, 2024 | Economics |
February 21, 2024 | Physics, Nutrition, Education, Accountancy |
February 22, 2024 | Computer Science, Modern Computer Application, Environmental Studies, Health & Physical Education, Music, Visual Arts |
February 23, 2024 | Commercial Law and Preliminaries of Auditing, Philosophy, Sociology |
February 24, 2024 | Chemistry, Journalism & Mass Communication, Sanskrit, Persian, Arabic, French |
February 27, 2024 | Mathematics, Psychology, Anthropology, Agronomy, History |
February 28, 2024 | Biological Science, Business Studies, Political Science |
February 29, 2024 | Statistics, Geography, Costing & Taxation, Home Management & Family Resource Management |
১৬ ফেব্রুয়ারি ২০২৪ (শুক্রবার): Bengali (A), English (A), Hindi (A), Nepali (A), Urdu, Santhali, Odia, Telugu, Gujarati, Punjabi.
এখানে 'A' বলতে প্রথম ভাষা বা First Language এর কথা বলা হয়েছে।
১৭ ফেব্রুয়ারি ২০২৪ (শনিবার): Health Care, Automobile, Organised Retailing, Saturday
Security, IT and ITES, Electronics, Tourism & Hospitality, Plumbing, Construction, Apparel, Beauty and Wellness, Agriculture, Power -Vocational Subjects.
১৯ ফেব্রুয়ারি ২০২৪ (সোমবার): English (B), Bengali (B), Hindi (B), Nepali (B), Alternative English.
এখানে 'B' বলতে দ্বিতীয় ভাষা বা Second Language এর কথা বলা হয়েছে।
২০ ফেব্রুয়ারি ২০২৪ (মঙ্গলবার): Economics.
২১ ফেব্রুয়ারি ২০২৪ (বুধবার): Physics, Nutrition, Education, Accountancy.
২২ ফেব্রুয়ারি ২০২৪ (বৃহস্পতিবার): Computer Science, Modern Computer Application, Environmental Studies, Health & Physical Education, Music, Visual Arts.
২৩ ফেব্রুয়ারি ২০২৪ (শুক্রবার): Commercial Law and Preliminaries of Auditing, Philosophy, Sociology.
২৪ ফেব্রুয়ারি ২০২৪ (শনিবার): Chemistry, Journalism & Mass Communication, Sanskrit, Persian, Arabic, French
২৭ ফেব্রুয়ারি ২০২৪ ( মঙ্গলবার): Mathematies, Psychology, Anthropology, Agronomy, History.
২৮ ফেব্রুয়ারি ২০২৪ (বুধবার): Biological Science, Business Studies, Political Science.
২৯ ফেব্রুয়ারি ২০২৪ (বৃহস্পতিবার): Statistics, Geography, Costing and Taxation, Home Management and Family Resource Management.
নোটিশে আরও একটি গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করা হয়েছে যেমন Health & Physical Education, Visual Arts, Music and Vocational Subjects এই সমস্ত বিষয়গুলির ক্ষেত্রে প্রশ্নপত্র পড়ে দেখার জন্য অতিরিক্ত সময় বরাদ্দ করা হয়নি। যদিও অন্যান্য বিষয়গুলির ক্ষেত্রে তা রাখা হয়েছে। কারণ Health & Physical Education, Visual Arts, Music and Vocational Subjects বিষয়গুলির পরীক্ষা হবে শুধুমাত্র ২ ঘন্টা। দুপুর ১২ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত।
MadhyamikExam.Com এর পক্ষ থেকে সমস্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো জানানো হয় যে পরীক্ষা শুরু হওয়ার ঠিক এক সপ্তাহ আগে বিদ্যালয়ে গুলিতে Admit Card চলে আসবে। ছাত্রছাত্রীরা প্রয়োজনীয় নথি দেখিয়ে নিজ নিজ Admit Card সংগ্রহ করে নেবেন। প্রয়োজনীয় নথি বলতে উচ্চ মাধ্যমিকের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট পরীক্ষার্থীদের কাছে আছে সেই নথির কথা এখানে উল্লেখ করা হয়েছে। এডমিট কার্ড সংগ্রহ করার পর এডমিট কার্ডের ওপরে নিজের নাম, বাবার নাম, নিজের জন্ম তারিখ, প্রথম ভাষা ও দ্বিতীয় ভাষা ঠিক আছে কিনা তা অবশ্যই দেখে নেবেন।
এছাড়াও এডমিট কার্ডের পেছনের দিকে পরীক্ষা সংক্রান্ত বেশ কিছু গাইডলাইন (HS Exam Guidelines 2024) দেওয়া আছে সেগুলি অবশ্যই ভালোভাবে পড়বেন, না হলে পরীক্ষা সংক্রান্ত নানা সমস্যার মুখোমুখি পড়তে হতে পারে।
Admit Card এর পেছন দিকে যে কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা (Guidelines) দেওয়া আছে তা হল নিম্নরূপ:
- এডমিট কার্ডটি ছাত্র-ছাত্রীদের সাবধানে সংরক্ষণ করে রাখা উচিত।
- যেদিন যেদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে সেদিন সেদিন পরীক্ষার্থীরা নিজ নিজ এডমিট কার্ডটি পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাবেন এবং পরীক্ষা কেন্দ্রে Invigilator বা অন্য কোন কর্তৃপক্ষ যে মুহূর্তে এডমিট কার্ডটি পরীক্ষার্থীদের দেখাতে বলবেন সেই মুহূর্তে তাদের Admit Card টি দেখাতে হবে। প্রতিদিন পরীক্ষার্থীদের Attendance cum -Signature Roll (ASR) Sheet এ Venue Supervisor এর নির্দেশ মতো Signature বা সই করতে হবে।
- উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর প্রথমদিন (১৬/০২/২০২৪ তারিখ) পরীক্ষা হলের দরজা এক ঘন্টা আগে (সকাল ১১ টার সময়) খোলা হবে এবং বাকি দিনগুলিতে আধঘন্টা আগে (সকাল ১১ টা ৩০ মিনিটে) খোলা হবে। পরীক্ষা শুরুর সময় থেকে পরীক্ষা সেন্টারের মূল দরজা বন্ধ থাকবে। সকাল ১১ টা ৩০ মিনিট পর Venue Supervisor এর বিশেষ অনুমতি ব্যতীত কোন পরীক্ষার্থী পরীক্ষা হলে প্রবেশ করতে পারবে না।
- পরীক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত নির্দিষ্ট স্থানেই তাদেরকে বসতে হবে। পরীক্ষার নির্ধারিত সময়ের ৫ মিনিট পূর্বেই তাদের বরাদ্দকৃত আসন গ্রহণ করতে হবে।
- পরীক্ষার্থীরা পরীক্ষা হলে তাদের সাথে পেন, পেন্সিল, কালি, ইরেজার, ইন্সট্রুমেন্ট বক্স এবং অন্যান্য প্রয়োজনের সামগ্রী সঙ্গে নিয়ে আসতে পারবে।
- পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের ত্রিকোণমিতিক, লগারিদমিক এবং সূচকীয় ফাংশনের জন্য ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি দেওয়া হবে। কিন্তু তাদেরকে ক্যালকুলেটর সহ অন্যান্য সামগ্রী অন্য কোন পরীক্ষার্থীর কাছ থেকে ধার করে ব্যবহারের অনুমতি দেওয়া হবে না।
- যেকোন ধরনের মোবাইল ফোন, আই-পড, ডিজিটাল ইলকট্রনিক গ্যাজেট ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ।
- পরীক্ষার হলের ভিতরে বা বাইরে পরীক্ষার্থী এবং যেকোন ব্যক্তির মধ্যে যে কোনও ধরণের যোগাযোগ কঠোরভাবে নিষিদ্ধ।
- পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এডমিট কার্ড, এবং প্রশ্নপত্রের ওপর কোন কিছু লিখতে হবে না।
- এই বছর একটি একক প্রশ্ন (Single Question) এবং একক উত্তর স্ক্রিপ্ট (Single Answer Script) থাকবে। ছাত্র-ছাত্রীদের Answer Script এর মধ্যেই সমস্ত উত্তর (Answer) লিখতে হবে। MCQ এবং SAQ এর উত্তর (যদি থাকে) শুধুমাত্র Answer Script এর প্রদত্ত মনোনীত স্থানে (টেবিল) দিতে হবে।
- প্রার্থীদের পরীক্ষার সময় শেষ হওয়ার পরে বাধ্যতামূলকভাবে পরিদর্শকের কাছে তাদের উত্তরের স্ক্রিপ্ট জমা দিতে হবে। যদি কোন প্রার্থী পরীক্ষা শেষ হওয়ার আগে পরীক্ষার হল ত্যাগ করতে চান তবে তিনি পরিদর্শকের (Invigilator) কাছে উত্তরপত্র জমা দেওয়ার পরে তার করতে পারেন।
- Admit Card এ যেকোনো ধরনের সংশোধন পরীক্ষা শুরু হওয়ার আগে বা তার পরেই এসএল-এর নির্দেশের আনুগত্য করতে হবে। অ্যাডমিট কার্ডে বিষয়ের নাম (Subject Name) সংশোধন যদি থাকে তাহলে তা অবশ্যই H.S. Exam শেষ হওয়ার ১০ কার্যদিবসের মধ্যে করতে হবে। এই সমস্ত বিষয়গুলির সংশোধনের জন্য পরীক্ষার্থীদের অবশ্যই এডমিট কার্ডের ফটোকপি সহ অরিজিনাল কপি নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে নিয়ে যেতে হবে।
FAQ SECTION
উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে থেকে শুর?
১৬ ফেব্রুয়ারি থেকে।
উচ্চ মাধ্যমিক পরীক্ষা কখন থেকে শুরু?
দুপুর ১২ টা থেকে।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার এডমিট কার্ড কবে দেওয়া হবে?
পরীক্ষা শুরু হওয়ার এক সপ্তাহ আগে।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার এডমিট কার্ড কি অনলাইনে ডাউনলোড করা যাবে?
না।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে?
পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে প্রকাশিত হবে।
পরীক্ষা হলে কী ক্যালকুলেটর ব্যবহার করে যাবে?
পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের ত্রিকোণমিতিক, লগারিদমিক এবং সূচকীয় ফাংশনের জন্য ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি দেওয়া হবে।
পরীক্ষা হলে কি স্মার্ট ওয়াচ ব্যবহার করা যাবে?
না।
সব শেষে MadhyamikExam.Com এর পক্ষ থেকে সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য HS Exam 2024 এর জন্য শুভকামনা।