Madhyamik Geography Suggestion 2024 | মাধ্যমিক ভূগোল সাজেশন 2024

Madhyamik Geography Suggestion 2024 বা মাধ্যমিক ভূগোল সাজেশন 2024 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক হয়ে উঠেছে। শুধুমাত্র মাধ্যমিক ভূগোল সাজেশন 2024 বা Madhyamik Geography Suggestion 2024 নয়, মাধ্যমিকে যে ৭টি বিষয় আছে প্রত্যেকটি বিষয়েরই সাজেশন ছাত্র ছাত্রীদের পরীক্ষায় ভালো নম্বর পেতে সাহায্য করবে একথা বলাই বাহুল্য। যদিও ছাত্র ছাত্রীদের প্রতিটি বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে পড়া প্রয়োজন। যদি কোন ছাত্র বা ছাত্রী প্রতিটি বিষয় মনোযোগ সহকারে খুঁটিয়ে পড়ে তাহলে তার মাধ্যমিকে ভালো রেজাল্ট অবধারিত।

ইতিমধ্যেই MadhyamikExam.Com এর পক্ষ থেকে মাধ্যমিকে কিভাবে ভালো রেজাল্ট করা যায় তার বৈজ্ঞানিক ব্যাখ্যা ও কৌশল সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। ছাত্র-ছাত্রীরা যদি উক্ত প্রতিবেদনটি ভালোভাবে পড়ে থাকেন এবং তার যথাযথ প্রয়োগ ঘটান  তাহলে তাদের মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট কেউ আটকাতে পারবে না।

প্রতিবেদনে বর্ণিত কৌশলগুলির সঙ্গে সঙ্গে যদি ছাত্রছাত্রীরা কিছুটা সাজেশন ভিত্তিক পড়াশোনা করে থাকেন তাহলে ছাত্র-ছাত্রীদের ভালো রেজাল্টের সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। তারা আগে যে পরিমাণ নম্বর পেতো মাধ্যমিক ভূগোল সাজেশন 2024 বা Madhyamik Geography Suggestion 2024 যদি হুবহু করে যায় তাহলে এখান থেকে তারা ১০০% পেয়ে যাবে। MadhyamikExam.Com এর Madhyamik Geography Suggestion 2024 বা মাধ্যমিক ভূগোল সাজেশন 2024 পশ্চিমবঙ্গের বিভিন্ন নামিদামি স্কুলের অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর দ্বারা প্রস্তুতকৃত। শুধুমাত্র মাধ্যমিক ভূগোল সাজেশন নয় আমরা ছাত্র ছাত্রীদের সুবিধার্থে পশ্চিমবঙ্গের নামিদামি স্কুলের অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা মাধ্যমিক 2024 এর জন্য বিভিন্ন বিষয়ের সাজেশন তৈরি করেছি। যেমন: Madhyamik Bengali Suggestion 2024 বা মাধ্যমিক বাংলা সাজেশন 2024, Madhyamik History Suggestion 2024 বা মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024 ইত্যাদি।

Madhyamik Geography Suggestion 2024 বা মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৪ অনুসরণ করার আগে ছাত্র-ছাত্রীদের বেশ কিছু বিষয় সম্পর্কে অবহিত হতে হবে। যেমন Madhyamik Geography Syllabus ও Madhyamik Geography Question Pattern সম্পর্কে।

আরও পড়ুন:

Table of Contents

class 10 bhugol suggestion

Madhyamik Geography Syllabus 2024

মাধ্যমিক ভূগোল বা দশম শ্রেণীর ভূগোলে মোট ছয়টি অধ্যায় আছে। এই ছয়টি অধ্যায় হল:

  1. প্রথম অধ্যায়: বহির্জাত প্রক্রিয়া তার ফলে সৃষ্ট ভূমিরূপ।
  2. দ্বিতীয় অধ্যায়: বায়ুমণ্ডল।
  3. তৃতীয় অধ্যায়: বারিমন্ডল।
  4. চতুর্থ অধ্যায়: বর্জ্য ব্যবস্থাপনা।
  5. পঞ্চম অধ্যায়: ভারতের প্রাকৃতিক পরিবেশ: ভারতের অবস্থান, প্রশাসনিক বিভাগ, ভূপ্রকৃতি, জলসম্পদ, জলবায়ু, মৃত্তিকা ও স্বাভাবিক উদ্ভিদ মৃত্তিকা। ভারতের অর্থনৈতিক পরিবেশ: ভারতের কৃষি, শিল্প, জনসংখ্যা, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা।
  6. ষষ্ঠ অধ্যায়: উপগ্রহ চিত্র ও ভূ-বৈচিত্রসূচক মানচিত্র।

এই অধ্যায়গুলি থেকেই ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন বছর বিভিন্ন ধরনের প্রশ্ন মাধ্যমিকে হয়ে থাকে। এই ছটি অধ্যায়ের মধ্যে বেশ কিছু অধ্যায় বড় আবার বেশ কিছু অধ্যায় খুব ছোট। যেমন প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় ও পঞ্চম অধ্যায় অনেকটাই বড়। মাধ্যমিক ভূগোল সিলেবাস এর প্রায় অর্ধেকেরও বেশি এই তিনটি অধ্যায়ের সিলেবাস। বাকি অধ্যায়গুলি ছোট হাওয়ায় এগুলো থেকে প্রশ্নের পরিমাণও কম হয়।

Madhyamik Geography Question Pattern:

মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্রে “ক” থেকে “চ” পর্যন্ত মোট ৬ টি বিভাগ থাকে। প্রতিটি বিভাগ থেকে প্রশ্নপত্রের ধরন এবং মান আলাদা আলাদা হয়।

  • প্রথম বিভাগ বা বিভাগ- ক থেকে মোট ১৪ টি বহু বিকল্পভিত্তিক প্রশ্ন (MCQ) থাকে। এই ১৪ টি প্রশ্নের মধ্যে সবগুলোর উত্তর করতে হয় কোন অথবা দেওয়া থাকে না। এখানে প্রত্যেকটি প্রশ্নের মান হল ১।
  • বিভাগ-খ থেকে মোট চার ধরনের প্রশ্ন হয়। যেমন: (ক) শুদ্ধ ও অশুদ্ধ: এখানে মোট ৭ থেকে ৮ টি প্রশ্ন দেওয়া থাকে। এর মধ্যে যেকোন ৬ টি প্রশ্নের উত্তর করতে হয়। প্রতিটি প্রশ্নের মান হল ১।
  1. শূন্যস্থান পূরণ: এখানে মোট ৭ থেকে ৮ টি প্রশ্ন দেওয়া থাকে। এর মধ্যে যেকোন ৬ টি প্রশ্নের উত্তর করতে হয়। প্রতিটি প্রশ্নের মান হল ১।
  2. একটি বা দুটি শব্দ উত্তর দাও: এখানেও মোট ৭ থেকে ৮ টি প্রশ্ন দেওয়া থাকে। এর মধ্যে যেকোন ৬ টি প্রশ্নের উত্তর করতে হয়। প্রতিটি প্রশ্নের মান হল ১।
  3. বামদিক ও ডানদিক মেলানো: এখানে মোট ৪টি প্রশ্ন দেওয়া থাকে। এর মধ্যে সবগুলো প্রশ্নের উত্তর করতে হয়। প্রতিটি প্রশ্নের মান হল ১।
  • বিভাগ-গ থেকে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নের মধ্য থেকে মোট ৬ টি প্রশ্নের উত্তর করতে হয়। এই বিভাগে প্রত্যেকটি প্রশ্নের অথবা দেওয়া থাকে। প্রতিটি প্রশ্নের মান হল ২।
  • বিভাগ-ঘ থেকে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর দিতে হয়। এখানে মোট ৪ টি প্রশ্নের উত্তর করতে হয়। প্রত্যেকটি প্রশ্নের একটি করে বিকল্প প্রশ্ন দেওয়া থাকে। প্রতিটি প্রশ্নের মান হল ৩।
  • বিভাগ-ঙ এর মোট ২টি ভাগ। ৫.১ এবং ৫.২। ৫.১ দাগ থেকে ২ টি প্রশ্নের উত্তর করতে হয়। কিন্তু এখানে মোট ৪ টি প্রশ্ন দেওয়া থাকে। আবার ৫.২ দাগ থেকেও মোট ২ টি প্রশ্নের উত্তর করতে হয়। এই দাগেও মোট ৪ টি প্রশ্ন দেওয়া থাকে কিন্তু মোট ২ টি প্রশ্নের উত্তর করতে হয়।
  • বিভাগ-চ থেকে ভারতের রেখা মানচিত্রে উপযুক্ত প্রতীক ও নামসহ বিভিন্ন বিষয় চিহ্নিত করতে হয়। যাকে আমরা জানি Madhyamik Map Pointing হিসাবে। এই বিভাগ থেকে মোট ১০ টি ম্যাপ পয়েন্টিং দেওয়া থাকে, প্রত্যেকটিরই উত্তর করতে হয়। এই বিভাগে কোন অথবা প্রশ্ন দেওয়া থাকেনা।

এবার জেনে নেওয়া যাক Madhyamik Geography Suggestion 2024 সম্বন্ধে।

প্রথম অধ্যায়: বহির্জাত প্রক্রিয়া তার ফলে সৃষ্ট ভূমিরূপ

  1. পর্যায়ন কাকে বলে?
  2. বার্গস্রুন্ড কী?
  3. হিমরেখা কাকে বলে?
  4. ধারণ অববাহিকা কাকে বলে?
  5. নদীর ষষ্ঠ ঘাতের সূত্রটি লেখো।
  6. “ওয়াদি” কাকে বলে?
  7. পেডিমেন্ট ও বাজাদা কাকে বলে?
  8. ব্লো আউট বা অপসারণ সৃষ্ট গর্ত কাকে বলে?
  9. বার্খান কাকে বলে?
  10. হিমশৈল কাকে বলে?
  11. মরুভূমির সম্প্রসারণ রোধের দুটি উপায় লেখ?

দ্বিতীয় অধ্যায়: বায়ুমণ্ডল

  1. ট্রপোস্ফিয়ারকে ‘ক্ষুব্দ মণ্ডল’ বলা হয় কেন?
  2. অ্যারোসল কী?
  3. স্ট্রাটোস্ফিয়ার কে “শান্ত মন্ডল” বলা হয় কেন?
  4. সমোষ্ণরেখা কাকে বলে?
  5. “নিরক্ষীয় শান্তবলয়” বা “ডোলড্রামস” কী?
  6. “গর্জনশীল চল্লিশা” কাকে বলে?
  7. অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ুর পার্থক্য লেখো।

তৃতীয় অধ্যায়: বারিমন্ডল

  1. শৈবাল সাগর কী?
  2. সিজিগি কী?
  3. অ্যাপোজি ও পেরিজি কী?

চতুর্থ অধ্যায়: বর্জ্য ব্যবস্থাপনা

  1. তরল বর্জ্য বলতে কী বোঝো?
  2. জৈব অভুঙ্গর বর্জ্য কাকে বলে? উদাহরণ দাও।
  3. ইউট্রিফিকেশন কাকে বলে?
  4. ই-বর্জ্য বলতে কী বোঝো?
  5. ল্যান্ডফিল্ড বা ভরাটকরন কী?

পঞ্চম অধ্যায়: ভারতের অবস্থান, প্রশাসনিক বিভাগ, ভূপ্রকৃতি, জলসম্পদ, জলবায়ু, মৃত্তিকা ও স্বাভাবিক উদ্ভিদ মৃত্তিকা

  1. পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে?
  2. মৌসুমি বিস্ফোরণ কাকে বলে?
  3. মালনাদ ও ময়দান কী?
  4. “দুন” কী?
  5. ভাঙ্গর ও খাদার এর দুটি পার্থক্য?
  6. ডেকানট্রাপ কী?
  7. অরণ্য সংরক্ষণের দুটি উপায় লেখো?

ষষ্ঠ অধ্যায়: ভারতের অর্থনৈতিক পরিবেশ, ভারতের কৃষি, শিল্প, জনসংখ্যা, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা।

  1. বিশুদ্ধ ও বিশুদ্ধ কাঁচামালের পার্থক্য লেখো।
  2. “খারিফ শস্য” ও “রবি শস্যের” মধ্যে পার্থক্য লেখো।
  3. দূর্গাপুরকে “ভারতের রূঢ়” বলা হয় কেন?
  4. “আধুনিক শিল্প দানব” বা “উদীয়মান শিল্প” কাকে বলে?
  5. অনুসারী শিল্প কাকে বলে?
  6. ধারণযোগ্য বা স্থিতিশীল উন্নয়ন কাকে বলে?
  7. “সোনালী চতুর্ভুজ” কাকে বলে?
  8. পরিবহন ও যোগাযোগ এর মধ্যে পার্থক্য লেখো।

সপ্তম অধ্যায়: উপগ্রহ চিত্র ও ভূ-বৈচিত্রসূচক মানচিত্র

  1. দূরসংবেদন বলতে কী বোঝ?
  2. জিওস্টেশনারি উপগ্রহ বা ভূসমলয় উপগ্রহ কাকে বলে?
  3. সেন্সর কাকে বলে?
  4. ফলস কালার কম্পোজিশন বা FCC কী?
  5. পিক্সেল কী?
  6. ব্যান্ড (Band) কাকে বলে?
class 10 geography suggestion 2023

প্রথম অধ্যায়: বহির্জাত প্রক্রিয়া তার ফলে সৃষ্ট ভূমিরূপ

  1. গিরিখাত ও ক্যানিয়ন এর মধ্যে পার্থক্য লেখো।
  2. রসে মতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য লেখো।
  3. বদ্বীপ গঠনের অনুকূল শর্তগুলি লেখো ।
  4. মরুভূমিতে বায়ুর কাজের প্রাধান্য বেশি দেখা যায় কেন?
  5. ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয় কেন?

দ্বিতীয় অধ্যায়: বায়ুমণ্ডল

  1. ওজোন স্তরের গুরুত্ব লেখো।
  2. ওজন বিনাশের কারণ লেখ।
  3. বৈপরীত্য উষ্ণতা কাকে বলে? কিভাবে সৃষ্টি হয়?
  4. স্থলবায়ু ও সমুদ্র বায়ুর পার্থক্য লেখো।
  5. ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাত এর পার্থক্য লেখো।

তৃতীয় অধ্যায়: বারিমন্ডল

  1. সমুদ্রতরঙ্গ ও সমুদ্রস্রোতের মধ্যে পার্থক্য লেখো?
  2. জোয়ার ভাটার সুফল ও কুফল লেখো?

চতুর্থ অধ্যায়: বর্জ্য ব্যবস্থাপনা

  1. জৈব ভঙ্গুর ও জৈব অঙ্গুর বর্জ্যর পার্থক্য লেখো।
  2. বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা লেখো।
  3. 3R কী?

পঞ্চম অধ্যায়: প্রাকৃতিক ভূগোল

  1. করমন্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টি হয় কেন?
  2. মৃত্তিকা ক্ষয় প্রতিরোধের উপায় বা মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি লেখো।
  3. বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? এর উদ্দেশ্যগুলি লেখো?
  4. বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ু রাজ্যের ভূমিকা লেখো?

ষষ্ঠ অধ্যায়: অর্থনৈতিক

  1. পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে কৃষির উন্নতির কারণগুলি লেখো।
  2. ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ কী?
  3. নগরায়নের তিনটি সমস্যা লেখো?
2023 madhyamik suggestion geography

প্রথম অধ্যায়: বহির্জাত প্রক্রিয়া তার ফলে সৃষ্ট ভূমিরূপ

  1. হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ চিত্রসহ লেখো।
  2. হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো?
  3. বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো।

দ্বিতীয় অধ্যায়: বায়ুমণ্ডল

  1. উষ্ণতার তারতম্য অনুযায়ী বায়ুমণ্ডলের স্তরবিন্যাস চিত্রসহ করো।
  2. বায়ুমন্ডলের চাপের তারতম্যের কারণ লেখো।
  3. বিশ্ব উষ্ণায়নের পাঁচটি প্রভাব লেখো।
  4. বায়ুচাপবলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক লেখো।
  5. ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলের অবস্থান ও এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো।

তৃতীয় অধ্যায়: বারিমন্ডল

  1. বিশ্বব্যাপী সমুদ্রস্রোতের প্রভাব লেখো।
  2. জোয়ার ভাটা সৃষ্টির কারণ চিত্রসহ লেখো।

পঞ্চম অধ্যায়: প্রাকৃতিক ভূগোল

  1. প্রস্থ অনুযায়ী হিমালয় পর্বতের শ্রেণীবিভাগ করো?
  2. ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের পার্থক্য লেখো।
  3. ভারতের পলি মৃত্তিকা ও কৃষ্ণ মৃত্তিকার অবস্থান এবং বৈশিষ্ট্য লেখো?
  4. ভারতের স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব লেখো?

ষষ্ঠ অধ্যায়: ভারতের অর্থনৈতিক পরিবেশ, ভারতের কৃষি, শিল্প, জনসংখ্যা, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা।

  1. পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ লেখো।
  2. ইক্ষু/গম/চা চাষের অনুকূল ভৌগলিক পরিবেশ আলোচনা করো।
  3. ভারতের অর্থনীতিতে পরিবহন ব্যবস্থার গুরুত্ব লেখো।

৫ নম্বরের প্রশ্নের সাজেশনকে আরও সংক্ষিপ্ত করলে নিচের মাত্র ৭ টি প্রশ্ন পড়ে থাকে। এই ৭ টি প্রশ্ন যদি পরীক্ষার্থীরা সঠিকভাবে পড়ে যান তাহলে বড় প্রশ্নের মধ্যে সমস্ত প্রশ্নই তারা কমন পেয়ে যাবেন। এই ৭ টি প্রশ্ন হল নিম্নরূপ:-

  1. হিমবাহের ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্রসহ লেখো।
  2. পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি লেখো।
  3. ভারতের গম ও ইক্ষু চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো।
  4. জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি লেখো।
  5. উষ্ণতার তারতম্য অনুযায়ী বায়ুমন্ডলের স্তর বিন্যাস করো।
  6. ভারতের পলি মৃত্তিকা ও কৃষ্ণ মৃত্তিকার অবস্থান ও বৈশিষ্ট্যগুলি লেখো।
  7. ভারতের স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো।
  1. পর্বত: আরাবল্লী, শিবালিক, সাতপুরা, K2, মেঘালয় মালভূমি।
  2. নদী: কৃষ্ণা, নর্মদা, গোদাবরী, মহানদী, কাবেরী।
  3. হ্রদ: চিল্কা হ্রদ।
  4. ভারতের জলবায়ু, মৃত্তিকা, অরণ্য: ভারতের সর্বাধিক বৃষ্টিযুক্ত অঞ্চল(মৌসিনরাম), ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, পলি মৃত্তিকা অঞ্চল, ম্যানগ্রোভ অরণ্য, চিরহরিৎ অরণ্য অঞ্চল, কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল।
  5. উৎপাদক অঞ্চল, শিল্প, বন্দর, জনসংখ্যা ও পরিবহন ব্যবস্থা: ভারতের কফি উৎপাদক অঞ্চল, ইক্ষু বা আখ উৎপাদক অঞ্চল, চা উৎপাদক অঞ্চল, ভারতের রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র (চিত্তরঞ্জন), পূর্ব ভারতের পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র (হলদিয়া), দক্ষিণ ভারতের লৌহ-ইস্পাত শিল্প কেন্দ্র (বিশাখাপত্তনম), ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র (গুরগাঁও), ভারতের সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য(অরুণাচল প্রদেশ), ভারতের শুল্কমুক্ত বন্দর (কান্ডালা), ভারতের হাইটেক বন্দর (নভসেবা বন্দর), বিশাখাপত্তনম (পূর্ব ভারতের একটি বন্দর), ইন্দিরাগান্ধী বিমানবন্দর, ভারতের মৃত্তিকা গবেষণা কেন্দ্র, ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র, পূর্ব ভারতের একটি বন্দর শহর (বিশাখাপত্তনম/হলদিয়া), পূর্ব ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর (কোচি, চেন্নাই), দক্ষিণ ভারতের ম্যানচেস্টার (কোয়েম্বাটুর)
  6. অতিরিক্ত (Extra): কচ্ছের রন, খাম্বাত উপসাগর, বোম্বে হাই, করমন্ডল উপকূল, কঙ্কন উপকূল, মালাবার উপকূল, ভারতের সর্বাধিক জনঘনত্ব যুক্তরাজ্য, ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র (জামনগর), ভারতের প্রাচীনতম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র (ট্রম্বে)।

MadhyamikExam.Com প্রদেয় প্রতিটি সাজেশন কি মাধ্যমিক ২০২৪ এ কমন আসবে?

হ্যাঁ অবশ্যই কমন আসবে। যতগুলি সাজেশন দেওয়া আছে সবগুলো যদি সঠিকভাবে করা যায় মাধ্যমিক ২০২৪ এ এখান থেকে ১০০% কমন পাওয়া যাবে।

Madhyamik Geography Suggestion 2024 কি PDF Download করা যাবে?

হ্যাঁ অবশ্যই যাবে। সেজন্য আমাদের WhatsApp চ্যানেলে যুক্ত হতে হবে।

মাধ্যমিক ভূগোল সাজেশন 2024 কিভাবে প্রস্তুত করা হয়েছে?

MadhyamikExam.Com দ্বারা প্রদেয় প্রতিটি সাজেশন পশ্চিমবঙ্গের বিভিন্ন নামিদামি বিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর দ্বারা প্রস্তুত করা হয়েছে। মাধ্যমিকের বিগত বেশ কয়েক বছরের প্রশ্ন দেখে এই সাজেশন তৈরি করা হয়েছে। তাঁরা বিভিন্ন বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতি মেনে এই সাজেশন তৈরি করেছে। সুতরাং এই সাজেশন একেবারে ১০০% নির্ভরযোগ্য সাজেশন।

Leave a comment